নববর্ষের কয়েকদিন পরেই ধামাকা দিতে আসছেন জিৎ, ২১ এপ্রিল মুক্তি পাচ্ছে জিৎ-এর নতুন ছবি চেঙ্গিজ । ইতিমধ্যে মুক্তি পেল ছবির হিন্দি টিজার ।
নববর্ষের কয়েকদিন পরেই ধামাকা দিতে আসছেন জিৎ | ২১ এপ্রিল মুক্তি পাচ্ছে জিৎ-এর নতুন ছবি চেঙ্গিজ | মুক্তি পেল চেঙ্গিজের হিন্দি টিজার | এই ছবি নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে | বলা হচ্ছে জিৎ এর ফিল্মি কেরিয়ারে এটাই সবচেয়ে বৃহৎ অ্যাকশন নির্ভর সিনেমা | ইতিমধ্যেই জিৎ ভক্তদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে চেঙ্গিজের বাংলা টিজার | চেঙ্গিজ যে হিন্দিতেও মুক্তি পাচ্ছে তা মঙ্গলবারই টুইট বার্তায় জানিয়ে দিয়েছিলেন জিৎ | চেঙ্গিজ ছবিটি পরিচালনা করেছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। তিনি আবার ছবির চিত্রনাট্য এবং সংলাপও লিখেছেন। চেঙ্গিজের কাহিনি-তেও রয়েছে রাজেশের অবদান। নীরজ পাণ্ডের সঙ্গে সঙ্গে চেঙ্গিজের কাহিনিতে কলম ছুঁয়েছেন রাজেশও।