সদ্য বিয়ে সেরে উঠেই তুমুল নাচ করতে দেখা গেল কাঞ্চন-শ্রীময়ীকে। স্ত্রীকে চুমুও খেলেন সদ্য বর কাঞ্চন মল্লিক।
লাল বেনারসী-গা ভর্তি গয়না আর একমাথা সিঁদুরে বিয়ে সারলেন শ্রীময়ী। সাদা ধুতি আর গেঞ্জিতে দেখা গেল কাঞ্চন মল্লিককে। সদ্য বিয়ে সেরে উঠেই তুমুল নাচ করতে দেখা গেল দম্পতিকে। হ্যাপি এন্ডিং বলে চেঁচিয়ে চলল ইনস্টাগ্রাম রিল তৈরির পালা। স্ত্রীকে চুমুও খেলেন সদ্য বর কাঞ্চন মল্লিক।