'শ্যাম বিনা রাধা নাচে...' পণ্ডিত বিক্রম ঘোষের 'অনুপ্রেরণা'-য় খালি গলায় কৃষ্ণ ভজন গাইলেন কৌশিকী চক্রবর্তী। তিনি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করেছেন। শ্রোতারা এই গান শুনে মুগ্ধ।
'শ্যাম বিনা রাধা নাচে...' পণ্ডিত বিক্রম ঘোষের 'অনুপ্রেরণা'-য় খালি গলায় কৃষ্ণ ভজন গাইলেন কৌশিকী চক্রবর্তী। তিনি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করেছেন। মূলত শাস্ত্রীয় সঙ্গীতের জন্য পরিচিত হলেও, অন্য ধরনের গান গাইতে দেখা যায় কৌশিকীকে। তাঁর গলায় রাগপ্রধান কৃষ্ণ ভজন অন্য মাত্রা পেয়েছে। শ্রোতারা এই গান শুনে মুগ্ধ।