বাংলা ছবির নয়া ইতিহাস গড়ল দেব, ১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদান

দেব অভিনীত 'খাদান' ছবি মাত্র ১৫ দিনে ১২.৩ কোটি টাকা আয় করেছে এবং ৮.১ লক্ষ দর্শক উপভোগ করেছেন। জাতীয় মাল্টিপ্লেক্সেও ছবিটির আয় নজরকাড়া। জিৎ, দেবকে mass commercial ছবিতে বেশি করে দেখতে চান বলে জানিয়েছেন।

২০২৪ সালের শেষেই বড় চমক। বাংলা ছবির সাফল্য সত্যিই চোখে পড়ার মতো। সাফল্যের রেখ এখনও অব্যাহত। ২০২৪-র বড়দিনে মুক্তি চারটি বাংলা ছবিই চুটিয়ে ব্যবসা করল বক্স অফিসে। বড়দিন উপক্ষেপ একই দিনে মুক্তি পেয়েছিল খাদান, সন্তান, চালচিত্র এবং ৫ নম্বম স্বপ্নময় লেন।

তার মধ্যে খাদান ছবির সাফল্য গড়ল এক রেকর্ড। যা অবিশ্বাস্য। চারটি ছবিই ভালোই আয় করেছে। খাদান, সন্তান, চালচিত্র এবং ৫ নম্বম স্বপ্নময় লেন ছবির আয় দেখার মতো। তবে, সবাইকে টেক্কা দিয়ে এগিয়ে গেল খাদান। দেব অভিনীত ছবি যে এমন আয় করতে পারে তা কেউ ভাবতে পারেনি। খাদান ছবি রেকর্ড বলিউড ছবিকেও হার মানায়।

Latest Videos

দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারসের তরফে প্রকাশ পায় খাদান। দেব অভিনীত এই ছবি মাত্র ১৫ দিনে ১২ কোটি ৩০ লক্ষ টাকা আয় করেছে। শুধু তাই নয়, মাত্র ১৫ দিনে ৮.১ লক্ষ দর্শক দেখেছে ছবটি। প্রথম সপ্তাহে ছবির আয় ছিল সাড়ে ৩ লক্ষ। দ্বিতীয় সপ্চাহে তা হয় ৪ লক্ষ ৬০ হাজার। জাতীয় মাল্টিপ্লেক্সেও আয় হয়েছে নজর কাড়া। ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে খাদানের আয় ৮৯.৮৯ লক্ষ টাকা। প্রথম স্থানে আছে দেবের খাদান। দ্বিতীয় স্থানে সন্তান। ৪৮.৬৮ লক্ষ টাকা আয় করে সন্তান। তৃতীয় স্থানে আছে চালচিত্র। ছবির আয় ১৬.৫৮ লক্ষ। চতুর্থ স্থানে আছে ৫ নম্বর স্বপ্নময় লেন। এই ছবির আয় ৭.৪৭ লক্ষ টাকা।

ছবিতে দেব-যিশু সেনগুপ্ত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বরখা হিস্ত, জন ভট্টাচার্য, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী মতো তারকারা। ছবি পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনা করেছেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছেন। এই ছবির শেষে জানানো হয়েছে পরবর্তী ভাগ অর্থাৎ খাদান ২ আসবে।

খাদান-র সাফল্যের পরপরই সমাজমাধ্যমে দেবকে শুভেচ্ছা জানিয়েছিলেন জিৎ। পাশাপাশি এও লিখেছিলেন, ব্যক্তিগত ভাবে দেবকে mass কামার্সিয়াল সিনেমাতে বেশি করে দেখতে চাই।

জিৎকে পাল্টা ধন্যবাদ জানালেন শ্যাম মাহাতো। এক অভিনব ভাবে ধন্যবাদ জানান। জিৎ এবং কোয়েল অভিনীত ছবি ১০০ % লাভ-র জনপ্রিয় টাইটেল ট্র্যাকটি গান করে। সেই মুহূর্চের ভিডিও নিজের অ্যাকাউন্টে পোস্টও করেছেন দেব। খাদান তারকাকে সঙ্গ দিলেন তাঁর কিশোরী নায়িকা ইধিকা এবং ছবির দুই সুরকার রথীজিৎ ভট্টাচার্য এবং নীলায়ন চট্টোপাধ্যায়। গলা মেলাত দেখা গেল স্যআভিকেও। গানের সঙ্গে তাল ঠুকে আসব বাজানো থেকে জিৎ-র মতো সেই গানের জনপ্রিয় একটি নাচের স্টের- কোনও কিছুই বাদ দিলেন না দেব।

বহুদিন ধরে ঘোষিত হওয়ার পর রঘু ডাকাত নিয়ে নানা জটিলতার কারণে সে ছবির কাজ হয়ে ওঠেনি। অবেশেষে সব জটিলতা কাটিয়ে পুজোয় আসবে থবিটি। সদ্য প্রকাশ্যে এসেছে ফার্স্ট লুক। এছাড়া নতুন বছরেই সুখবর দিয়েছেন দেব। ২০২৪ সালে অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী এবং তাঁর ত্রয়ীর ছবি মিস গেলেও ২০২৫ সালে আসছেই তাঁদের নতুন ছবি। তবে, এখনও জানা যায়নি সে ছবির নাম।

 

Share this article
click me!

Latest Videos

PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla
টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য | Kultali Tiger Update | Bangla News
বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে | Malda News Today | Mid Day Meal
LIVE : ISRO-র নয়া মহাকাশ অভিযান 'SPADEX', একসঙ্গে জোড়া মহাকাশযান উৎক্ষেপণ | Asianet News Bangla