নৈহাটীর বাসিন্দা বেনুচন্দের রোজনামচাই তুলে ধরা হয়েছে বেনুদার টেনশনে । সিরিজের পোস্টার দেখেও মনে করা হচ্ছে এটি একটি হাসির সিরিজ হতে পারে । তবে এটি নিছকই হাসির সিরিজ নয়, রয়েছে থ্রিলারের উপস্থিতিও ।
নৈহাটীর বাসিন্দা বেনুচন্দের রোজনামচাই তুলে ধরা হয়েছে বেনুদার টেনশনে । বেনুদার টেনশন Klikk OTT প্ল্যাটফর্মের আপকামিং ওটিটি সিরিজ। সিরিজের পোস্টার দেখেও মনে করা হচ্ছে এটি একটি হাসির সিরিজ হতে পারে | স্বচ্ছল পরিবারের সদস্য আমাদের বেনুদা, পরিবার বলতে একমাত্র স্ত্রী মোনালিসা | মোনালিসা সভ্য, ভদ্র, নম্র, আজকালকার মেয়েদের থেকে ১০০ ভাগ উল্টো | মা বাবা গত হয়েছেন, ফলে সব সম্পত্তির মালিক এখন বেনু একাই | কোন কিছুতেই তার নাকি টেনশন হচ্ছে না- এটাই বেনুদার জীবনে সমস্যা | অত:পর নিজেই টেনশন কি খুজতে শুরু করে বেনু | আর সেই মজার ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বেনুদার টেনশন | নিছকই হাসির সিরিজ নয়, রয়েছে থ্রিলারের উপস্থিতিও | ১৯ এপ্রিল মুক্তি পাবে অম্লান মজুমদারের সিরিজ বেনুদার টেনশন | অভিনয় করেছেন দ্রোন মুখোপাধ্যায়, মিশর বোস, অমিতাভ চট্টোপাধ্যায়, রাজদীপ সরকার