'বনির সূত্র ধরেই কুন্তলের সঙ্গে আলাপ', শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াতেই কী বললেন কৌশানি

টলিপাড়ার অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়, ইতিমধ্যেই দর্শক মনে নিজের জায়গা পাঁকিয়ে নিয়েছেন। মূলত মূল ধারার বাণিজ্যিক ছবির হাত ধরেই জনপ্রিয়তা তুঙ্গে কৌশানির। রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দেওয়া শিক্ষায় নিয়োগ দুর্নীতির চর্চার মধ্যে নাম জড়াল কৌশানির। 

 

Web Desk - ANB | Published : Mar 10, 2023 8:47 AM IST
110


টলি নায়িকা কৌশানিকে নিয়ে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। প্রথম ছবির জনপ্রিয়তার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। মূলত বাণিজ্যিক ছবি দিয়েই জনপ্রিয়তা অর্জন করেছেন কৌশানি।
 

210

বাংলা ছবির নায়িকা হিসেবে বরাবরই শিরোনামে থাকেন  কৌশানি। অভিনয়ে তিনি থেমে থাকেননি।  অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে পা রেখেছেন কৌশানি, যদিও এখনও সেভাবে সফল হয়নি।  রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দেওয়া শিক্ষায় নিয়োগ দুর্নীতির চর্চার মধ্যে ভেসে এল তার নাম।
 

310

অভিনেত্রী পিয়া সেনগুপ্ত এবং পরিচালক অনুপ সেনগুপ্তের ছেলে বনি সেনগুপ্তর সঙ্গে কেরিয়ারের শুরু থেকেই প্রেমে জড়ান কৌশানি। বনিকে নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। আপতত টলিপাড়ার অন্দরে কান পাতলেই তা শোনা যাচ্ছে।
 

410


শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি ঘাঁটতেই বনির নাম উঠে এসেছে। কুন্তলের সঙ্গে বনির আর্থিক লেনদেন হয়েছে বলেই দাবি করা হয়েছে। এই কারণে শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে বনিকে।

510

জানা গিয়েছে, কুন্তলের একাধিক অনুষ্ঠান করেছেন বনি। এবং কুন্তলও তাই দাবি করেছেন। বনি জানিয়েছেন পাঁচ বছর আগে একটি গাড়ি কিনতে কুন্তল তাকে সাহায্য করেছিল। সেই সূত্রেই টাকার লেনদেন হয়। এর বিনিময়ে একাধিক অনুষ্ঠান করেছেন বনি।

610


বনি ও কুন্তলের যোগসূত্র ধরেই উঠে এসেছে কৌশানির নাম। জানা যাচ্ছে, বনির মাধ্যমেই কুন্তলের সঙ্গে আলাপ হয়েছিল নায়িকরা। কুন্তলের অনুষ্ঠানেও গেছেন কৌশানি। এরপর থেকেই শিক্ষায় নিয়োগ দুর্নীতি চর্চায় নাম জড়িয়েছে কৌশানি ও বনির।

710

 কৌশানি প্রথমসারির সংবাদমাধ্যমে জানিয়েছেন, আমরা কাজ করেছ এবং বেরিয়ে এসেছি। আমি একটা-দুটো ইভেন্টে গিয়ে থাকতে পারি ওঁর এলাকায়। এবং আমি একশোটা লোকের ইভেন্ট করি। সবচেয়ে বেশি ইভেন্ট এবং শো করি, মাচাও করি।

810

শিক্ষায় নিয়োগ দুর্নীতি চর্চায় ভালভাবেই নাম জড়িয়েছে কৌশানি ও বনির। কৌশানি আরও বলেন,  আমি যদি কারোর মাচায় গিয়ে থাকি তাহলে তার সঙ্গে এই ঘটনা মেলানোর কোনও দরকার নেই।  কোনও লেনদেন নেই। 

910

কৌশানি আরও বলেন, বনির সূত্র ধরেই আলাপ হয়েছিল। উনি ইভেন্টের জন্য বলেছিলেন। আমি করেও দিয়েছিলাম। বিনিময়ে উনি টাকা দিয়েছিলেন,সেখানেই সব শেষ। 
 

1010

এমনিতেই রাজনীতিতে পা দেওয়ার পর তাকে নিয়ে চর্চার শেষ ছিল না। এবার সেই চর্চার মধ্যে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তলের সঙ্গে বনি ও কৌশানির যোগাযোগ নিয়ে জল্পনা তুঙ্গে।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos