২৫ অগাস্ট বড়পর্দায় মুক্তি পাচ্ছে হরনাথ চক্রবর্তীর ছবি 'ওহ লাভলি' । এই ছবিতেই ডেবিউ করছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র । বেলঘড়িয়াতে ছবির প্রচারে গিয়ে কোমর দোলালেন কামারহাটির বিধায়ক ।
২৫ অগাস্ট বড়পর্দায় মুক্তি পাচ্ছে হরনাথ চক্রবর্তীর ছবি 'ওহ লাভলি' । এই ছবিতেই ডেবিউ করছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র । গ্রামের ছেলের সঙ্গে শহরের মেয়ের প্রেমের গল্প নিয়ে তৈরি 'ওহ লাভলি' । এদিন বেলঘড়িয়াতে ছবির প্রচারে দেখা যায় মদন মিত্রকে । সেখানে কোমরও দোলালেন কামারহাটির বিধায়ক ।