শেষ সোশ্যাল মিডিয়া পোস্টে দুঃখের কথা, প্রয়াত মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক

মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক মার্কিন যুক্তরাষ্ট্রে প্রয়াত হয়েছেন। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় অস্বস্তির কথা জানিয়েছিলেন তিনি। হেলেনা এবং মিঠুনের বিয়ে মাত্র চার মাস স্থায়ী হয়েছিল।

প্রয়াত মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক। জানা গিয়েছে, রবিবার মার্কিব যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় হেলেনার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন নৃত্যশিল্পী তথা অভিনেত্রী কল্পনা আইয়ার। তিনি গভীর শোক প্রকাশ করেছেন। তবে, কবে এবং কীভাবে প্রয়াত হলেন মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক তা এখনও জানা যায়নি।

দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক। ১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের বিপরীতে ‘মর্দ’ ছবিতে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক। অমিতাভ মিঠুন চক্রবর্তীর সঙ্গে হেলেনার বিবাহিত সম্পর্ক ছিল মাত্র চার মাসের। বিয়ের চার মাসের মধ্যেই তাঁদের ডিভোর্স হয়।

Latest Videos

মৃত্যুর দিন অর্থাৎ রবিবার রাত ৯.২০ নাগাদ ফেসবুকে হেলেনা শেষবারের জন্য লেখেন, কীরবক একটা অস্বস্তি অনুভূতি হচ্ছে, জানি না হঠাৎ এমন কেন লাগছে। খুবই ভারাক্রান্ত ও কনফিউজড লাগছে। তারপরই খবরে আসে প্রয়াত হন মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক।

এদিকে সদ্য পুরনো এক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। সেখানে মিঠুনের সঙ্গে বিয়ে নিয়ে হেলেনা লিউক বলেছিলেন, মিঠুনের সঙ্গে আমার চার মাসের বিয়ের স্মৃতি আমার কাছে আবছা। তবে এখনও মনে করি, এই বিয়েটা না হলেই ভালো হত। আমাকে মিঠুন ব্রেনওয়াশ করেছিল। আমিই নাকি তাঁর জন্য পারফেক্ট। দুর্ভাগ্যবশত, অনেক পরে সব কিছু বুঝতে পারি।

সদ্য প্রথম স্ত্রী হেলেনা লিউকের প্রয়াণের খবরে সামনে এলেন মিঠুন। তবে, কী ভাবে তাঁর মৃত্যু হল তা জানা যায়নি। 

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts