সম্পর্কে শিলমোহর, প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করলেন ঋতাভরী, জেনে নিন কার প্রেমে পড়লেন নায়িকা

দীপাবলিতে নতুন ছবি পোস্ট করে প্রেমিকের পরিচয় প্রকাশ্যে আনলেন ঋতাভরী চক্রবর্তী। লাল চুড়িদারে ঋতাভরীর সাথে সাদা কুর্তায় দেখা গেল সুমিত আরোরাকে। সুমিত একজন বলিউড স্ক্রিপ্ট রাইটার যিনি শাহরুখ খানের সাথে কাজ করেছেন।

নতুন কাজ থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট- এই সব নিয়ে প্রায়শই খবরে থাকেন ঋতাভরী। কখনও তাঁর হট ছবি ঝড় তোলে সোশ্যল মিডিয়ায় তো কখনও তাঁর অভিনীত ছবি উঠে আসে চর্চায়। এই সব নিয়ে প্রায়শই খবরে থাকেন ঋতাভরী চক্রবর্তী। এবার ফেল খবরে এলেন তিনি। তবে, এবার ছবির কাজ নয় বরং ব্যক্তিগত কারণে খবরে এলেন নায়িকা। দীপাবলির বিশেষ দিনে নিজের প্রেমিকের ছবি আনলেন প্রকাশ্যে।

দীপাবলিতে নতুন ছবি পোস্ট করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তাঁর সঙ্গে দেখা গেল সুমিত আরোরাকে। এভাবেই কি সম্পর্কে শিলমোহর দিলেন ঋতাভরী চক্রবর্তী। ছবিতে দেখা যাচ্ছে, লাল রঙের চুড়িদারে দেখা গিয়েছে ঋতাভরী চক্রবর্তীকে। তেমনই সাদা কুর্তা ও পায় জানায় দেখা গিয়েছে সুমিত আরোরাকে। তেমনই একটি নিজের সেলফি শেয়ার করেছেন ঋতাভরী চক্রবর্তী। অপর একটি ছবিতে ফুল গোছাতে দেখা গিয়েছে সুমিত আরোরাকে। তেমনই শেষ ছবিতে এই বিশেষ দিনে কীভাবে ঘর সাজালেন তার ছবি শেয়ার করেছেন।

Latest Videos

 

 

সুমিত আরোরা বলিউডের পরিচিত স্ক্রিপ্ট রাইটার। তিনি কাজ করেছেন শাহরুখ খানের সঙ্গে। তিনি জওয়ান, স্ত্রী ২ এবং চন্দু চ্যাম্পিয়নের স্ক্রিপ্ট লিখেছেন।

এদিকে কিছুদিন ধরেই শোনা যাচ্ছে সম্পর্কে জড়িয়েছেন ঋতাভরী। সদ্য মুক্তি পেয়েছে বহুরূপী। সেই ছবির প্রচারে এসে সে কথা জানান। কিন্তু, সঙ্গী কে তা জানাননি। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় দীপাবলি উদযাপনের ছবি পোস্ট করেন নায়িকা। যেখানে প্রথমবার সুমিত আরোরার সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। আর এই ছবি ভাইরাল হতেই অধিকাংশের আন্দাজ সুমিতের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নায়িকা।

 

Share this article
click me!

Latest Videos

'রাজাকারদের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari | BJP
Live: Wakf নিয়ে তৃণমূলকে ঝাঁঝাল আক্রমণ অগ্নিমিত্রার, দেখুন সরাসরি
'ভারতের পতাকায় পা! ওদের ভাত বন্ধ করে দেবো' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | Bangladesh
বড় কিছু হতে চলেছে! চুপ করে থাকবে না ভারত, ইঙ্গিত শুভেন্দুর! দেখুন | Suvendu Adhikari | Bangladesh
'খাবার কেন আরও অনেক কিছু বন্ধ করে দেবো' বিস্ফোরক Suvendu #shorts #shortsvideo #shortsfeed