আসছে দেব-শুভশ্রীর সপ্তম ছবি, ছবির কথা ঘোষণা করে রাজ-রুক্মিণীকে নিয়ে বিশেষ অনুরোধ দেশু জুটির

Published : Jan 20, 2026, 07:16 AM IST
dev

সংক্ষিপ্ত

১৩ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে দেব ও শুভশ্রীর জুটি। দুর্গাপুজোয় মুক্তি পাবে তাঁদের সপ্তম ছবি, যা রোম্যান্স, অ্যাকশন ও রহস্যে মোড়া থাকবে। ছবি ঘোষণার পাশাপাশি এই জুটি তাঁদের পার্টনারদের সম্মানহানি না করার জন্য দর্শকদের কাছে বিশেষ অনুরোধও জানিয়েছেন।

আগেই জানিয়েছিলেন লাইভে আসবেন, কিন্তু এমন চমক যে মিলবে তা আগে কেউ আশা করেননি। সদ্য লাইভে এলেন দেব ও শুভশ্রী। সদ্য মুক্তি পেয়েছে তাদের বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু। সেই ছবির সাফল্যের পর ১৩ আবার জুটি বাঁধতে চলেছেন দেব ও শুভশ্রী। ১৩ বছর পর আসছে দেশু জুটি।

আবারও বড় পর্দায় আসছে দেব ও শুভশ্রীর জুটি। দেবের জীবনে ৫১ তম ছবি এবং এই জুটির সপ্কম ছবি আসছে এবার দুর্গাপুজোয়। চমক এখানেই শেষ নয়, এই ছবিতে থাকবে দুজনের ভরপুর রোম্যান্স, অ্যাকশন ও রহস্য। নির্মাতাদের দাবি, এই রসায়ন সকলের মনে থেকে যাবে। চলতি সপ্তাহের শুরুতেই লাইভে আসার কথা জানিয়েছিলেন। সেই কারণে আগ্রহে ছিলেন দর্শকেরা। তবে, এই জুটি যে এমন ঝটকা দেবে তা আগে কেউ আশা করতে পারেনি।

এদিন নতুন ছবির কথা ঘোষণার সঙ্গে বিশেষ এক আবেদন করেন এই জুটি। বিশেষ বার্তা দেন নেটিজেনদের উদ্দেশ্যে। আবেদন করে বলেন তাঁদের সঙ্গীদের সম্মানহানি যাতে না হয় সেদিকে নজর রাখার কথা বলেন তারা। দেব বলেন, আমরা কিছু বিষয় পরিষ্কার করে বলে দিতে চাই। আমাদের লাইভ শেষ বলে দয়া করে পার্সোনাল অ্যাটাক করবেন না। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ভালো আছি বলেই, আজকের এই জায়গায় বসে আছি। বা সুস্থ ভাবে কাজ করার দিকে এগিয়ে যাচ্ছি। আমি জানি কেউ চায় আমাদের বিয়ে হোক, কেউ বলছে ভালোবাসা হোক, আরও কত কী। ধূমকেতু-র সময় আমি এই কথাগুলো বলিনি সেটা আমার অন্যায়।

এই সময় শুভশ্রী দেবের কথা কেটে বলে, না অন্যায় না। আমরা আসলে আশা করেছিলাম, মানুষ এই বিষয়টা নিয়ে আরও অনেক বেশি সংবেদনশীল হবে। কিন্তু আমরা যেহেতু এরকম প্রতিক্রিয়া পাচ্ছি না, সে কারণে এই কথা বলছে বাধ্য হচ্ছি। আমরা দুজনেই পরিষ্কার করে দিতে চাই, অতীতে যা ছিল, দুজনের কেউই আমরা অতীত নিয়ে বেঁচে থাকতে চাই না। জীবনে এগিয়ে যেতে চাই। এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। আমরা অনেকটা এগিয়ে গিয়েছি বলেই আবার, পেশাগতভাবে একসঙ্গে কাজ করতে পারছি, আমাদের পার্টনারদের সহযোগিতায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই কেউ দয়া করে আমাদের পার্টনারদের নিয়ে এসব কথা বলবেন না।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের সব গানে গলা দেবেন দেবলীনা নন্দি! "তবে কি জনপ্রিয়তা পেতেই এই কারসাজি" শোরগোল সমাজ মাধ্যমে
কেরিয়ারে নতুন মাইলফলক, সুপাস্টার দেবের নাম চালু হল ডাকটিকিট, কী প্রতিক্রিয়া অভিনেতার?