ব্যাকলেসে সুপারহট মিমি, শাড়ির আঁচল উড়িয়ে খোলা চুলের অ্যাটিটিউডে পাগল করলেন ভক্তদের

সংক্ষিপ্ত

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও পোস্ট করেছেন সাংসদ তারকা। ব্যাকলেসে অভিনেত্রীকে দেখে ঘুম উড়েছে ভক্তদের। শীতের উষ্ণতায় পারদ চড়িয়েছেন মিমি চক্রবর্তী।

ফিগার হোক কিংবা ফোটোশ্যুট -একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন টলিপাড়ার অভিনেত্রীরা। এমনকী স্টাইল স্টেটমেন্টে হার মানছে বলি সুন্দরীরাও। সেই তালিকায় সবার প্রথমেই রয়েছেন মিমি চক্রবর্তী। টলিপাড়ার অভিনেত্রীদের মধ্যে সবার উপরের দিকেই রয়েছেন মিমি চক্রবর্তী। একধারে অভিনেত্রী, অন্যদিকে সাংসদ, টলিপাড়ার অভিনেত্রী মিমি চক্রবর্তী সমান তালে সবটা চালিয়ে যাচ্ছেন। কাজ ছাড়াও নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করেন মিমি চক্রবর্তী। নিজের প্রতিটা আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করেন মিমি চক্রবর্তী।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও পোস্ট করেছেন সাংসদ তারকা। ব্যাকলেসে অভিনেত্রীকে দেখে ঘুম উড়েছে ভক্তদের। শীতের উষ্ণতায় পারদ চড়িয়েছেন মিমি চক্রবর্তী। শাড়ি পরে বঙ্গনারীর লুকে ভক্তদের নিমেষে ঘায়েল করেছেন মিমি। ভিডিও পোস্ট করতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। লাইক ও কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।

Latest Videos

 

 

ফিগার হোক কিংবা ফোটোশ্যুট -একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন টলিপাড়ার অভিনেত্রীরা। এমনকী স্টাইল স্টেটমেন্টে হার মানছে বলি সুন্দরীরাও। সেই তালিকায় সবার প্রথমেই রয়েছেন মিমি চক্রবর্তী। মাঝেমধ্যেই নিজের ব্যক্তিগত জিনিস ভক্তদের সঙ্গে শেয়ার করেন টলিপাড়ার নায়িকা। তা নিয়ে ফ্যানেদের মধ্যে চর্চাও কম হয় না। তবে সমস্ত সমালোচনাকে তুড়ি মেড়ে তিনি নিজের মতোই থাকতেই পছন্দ করেন। টলিপাড়ার গন্ডি পার করে বলিউডে পা রাখতে চলেছেন মিমি চক্রবর্তী। ইতিমধ্যেই 'পোস্ত' ছবির হিন্দি রিমেকে অভিনয় সেরে ফেলেছেন মিমি। আগের থেকে অনেক বেশি সাহসী মিমি। পর্দায় রোম্যান্স থেকে লিপলকে আপত্তি নেই সাংসদ নায়িকার। বলিউডে পাড়ি দিয়ে যেন অনেক বেশি সাহসী হয়ে উঠেছেন মিমি চক্রবর্তী। পর্দায় চুম্বন থেকে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মিমি জানিয়েছেন, আমি বরাবরই একটাই মানুষ, আমি পাল্টায়নি, কিন্তু আমরা অভিনেত্রী, আমাদের যে পাত্রে ঢেলে দেবে, সেই পাত্রের আকার নিয়ে নেব। তবে চিত্রনাট্যের খাতিরে এমন কিছু করতে হয় সেটা তখন সেই চরিত্র আমি নই। তবে চরিত্রে সেটার দরকার হলে তখন করতে হবে। এমনটা নয় যে করব না। আসল কথা মূল আমার কাছে সবচেয়ে গুরুত্ব চিত্রনাট্য। তবে বলিউডে অভিনয় করলেও নিজের কাজের জায়গা টলিগঞ্জের কথা বারবার মনে করালেন মিমি চক্রবর্তী। সূত্র থেকে জানা গেছে এক জাতীয় স্তরের ওটিটি প্ল্যাটফর্মে আলি ফজলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন মিমি চক্রবর্তী।

Share this article
click me!

Latest Videos

'তাঁরা যে ভাষা বোঝে সেই ভাষায় তাঁদের জবাব দেওয়া হবে', পহেলগাঁও-র ঘটনায় মন্তব্য যোগী আদিত্যনাথের
'ওর ভীষণ হিংসা, একটা জালি হিন্দু...' সুতিতে শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari in Suti