সৌরভ দাস এবং দর্শনা বণিকের বিয়ে ১৫ ডিসেম্বর। বিয়ের আগে ধুমধাম করে সৌরভ-দর্শনাকে আইবুড়োভাত খাওয়ালেন নীল-তৃণা।
সৌরভ দাস এবং দর্শনা বণিকের বিয়ে ১৫ ডিসেম্বর। দীর্ঘ দিনের প্রেম পর্বের পর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। বিয়ের আগে ধুমধাম করে সৌরভ-দর্শনাকে আইবুড়োভাত খাওয়ালেন নীল-তৃণা। তৃণার পোস্ট করা ভিডিও-তে দেখা যাচ্ছে মাথায় শোলার মুকুট, গলায় রজনীগন্ধার মালা পরে সাবেকি আয়োজন করেছিলেন অভিনেত্রী দর্শনা।