
মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানল ভারতীয় বাহিনী। ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারত আঘাত করেছে বলে দাবি সমাজমাধ্যমের পোস্টে। চারিদিকে যখন ঘুটঘুটে অন্ধকার, কখন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৪ দিনের মাথায় পাকিস্তানে প্রত্যাঘাত করল ভারত। অভিযানের নাম অপারেশন সিঁদুর। কামিকাজে ড্রোন পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকাশ্যে এসেছে সেই সকল ধ্বংসর ছবি। পাকিস্তানও এই হামলার কথা স্বীকার করেছে। ইসলামাবাদের দাবি, ভারতের হামলায় ৮ জনের প্রাণ গিয়েছে। তেমনই পাকিস্তানে এক প্রকাশিত তথ্য বলা হয়, রাত ১টা নাগাদ পাকিস্তানের মোটা ৬ জায়গায় ২৪ টি হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী।
সে যাই হোক, এই ঘটনার পর সাধারণ থেকে সেলেব- সকল ভারতবাসী হিসেবে নিজেদের গর্বের কথা প্রকাশ করেছে। অপারেশন সিঁদুর নিয়ে সোশ্যাল বিশেষ পোস্ট করেছেন টলিউড সেলেবরাও।
সাত সকালে অঙ্কুশ নিজের জিম থেকে একটি ভিডিও পোস্ট করে। সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, প্রিয় প্রতিবেশী দেশকে দিওয়ালির অগ্রিম শুভেচ্ছা। জয় হিন্দ। তেমনই সুপারস্টার দেব এবং জিৎ উভয়ই সোশ্যাল মিডিয়ায় লেখেন জয় হিন্দ।
আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, আমাদের বায়ুসেনা এবং সমগ্র সেনাবাহিনীকে কুর্নিশ। জয় হিন্দ। মিমি চক্রবর্তী লেখেন, অপারেশন সিঁদুরের ছবি শেয়ার করে দেশবাসীকে একতার বার্তা দিয়েছেন। টোটা রায়চৌধুরী লেখেন, ভারতীয় হিসেবে আজ আমি গর্বিত। পাকিস্তানের হামলার যোগ্য় জবাব দিয়েছে আমাদের দেশ। সায়নী ঘোষ লেখেন, জয় হিন্দ। জয় ভারত। জয় হিন্দুস্তান জিন্দাবাদ।
প্রসঙ্গত, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানল ভারতীয় বাহিনী। পহেলগাঁও-র জঙ্গিহানার জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময় এবং পছন্দ স্থানে দেবে বলে নয়াদিল্লির তরফে আগেই বলা হয়েছিল। মঙ্গলবার মধ্যরােতে সেই আঘাত হানে ভারতীয় সেনা। তা দাবি করা হয় এক্স হ্যান্ডেলে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানল ভারতীয় সেন। এভাবেই পাকিস্তানকে জবাব দিল পেহলগাঁও কাণ্ডের। ৯ জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে, আমাদের পদক্ষেপ সুনির্দিষ্ট, পরিমিত ও অপ্ররোচনামূলক। পাকিস্তানি সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে।