পুজোর দিনগুলো একেবারে অন্যভাবে কাটালেন পরমব্রত, রুদ্রনীল, শুভশ্রীর মতো টলি তারকারা। সদ্য ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা মিলেছে তাঁদের গানের আড্ডার।
পুজো মানে শুধু প্যান্ডেল হপিং বা জমিয়ে খাওয়া দাওয়া নয়। সঙ্গে বন্ধুদের সঙ্গে আড্ডা ও গান। এমনই প্রমাণ মিলল সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিও-তে। ভিডিও-টি পুজোর সময়ের। পুজোর দিনগুলো একেবারে অন্যভাবে কাটালেন পরমব্রত, রুদ্রনীল, শুভশ্রীর মতো টলি তারকারা। সদ্য ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা মিলেছে তাঁদের গানের আড্ডার।