‘তোমাদের মাঝ রাত্তিরের ফোন আলাপ সত্যিই সমস্যার’, বিদ্যা-পরী কোন্দল জারি!

‘বিশ্বসুন্দরী’র অভিযোগ, ‘বিশ্বাস কর ভাই মিম, রাজের সঙ্গে তোমার এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ--সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে।’

নায়িকা-কোন্দল জারি! পরীমণি-বিদ্যা সিনহা সাহা মিমের চাপানউতর চলছেই। বৃহস্পতিবার জন্মদিনের দিন পরীমণিকে আইনি পথে যাওয়ার হুমকি দিয়েছেন বিদ্যা। শুক্রবার ‘গুণিন’ নায়িকা খোলসা করলেন, কেন তিনি বিদ্যার দিকে আঙুল তুলেছেন। তাঁর দাবি দামালকে নিয়ে তাঁর সংসারের শান্তি বিঘ্নিত হচ্ছে। প্রতি দিন মাঝ রাতে শরিফুলকে ফোন করে মিম নাকি কথা বলেন। যা পরী আর মেনে নিতে পারছেন না। এই ফোনের কারণে, ছেলে রাজ্যকে তাঁকে একা সামলাতে হচ্ছে। ফলে, রাতে ঘুমোতে পারছেন না তিনি।

এ দিন সকালে পরীমণিকে বিদ্যাকে উল্লেখ করে ফের একটি বার্তা দেন। সেখানে লেখেন, ‘আসেন তা হলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বললে, আমি জেলাসি করলাম তোমার সঙ্গে! এটা দশ জন অজানা লোকে বলতেই পারে। কিন্তু তুমি কি করে এটা বল? যেখানে ‘পরান’ রিলিজের পর সব খানে আমি বলে আসছি, রাজের সঙ্গে তুমি জুটি হয়ে কাজ কর। তোমাদের জুটি দেখতে ভালো লাগে। এটা তোমরাও চাও। তোমার মা-ও সে দিন আমাদের লিভিং রুমে আমার সঙ্গে এই নিয়ে কতো কথা বললেন!’ তাঁর আরও সাফাই, ‘ইনফিনিটি সিজন ২’-এর খবর তিনি নিজে বিদ্যাকে জানিয়েছিলেন। বিদ্যা সে কথা মনে রাখেননি দেখে পরীমণি বিস্মিত। কয়েক দিন আগেও আবু রায়হান জুয়েলকে তিনি রাজ আর মিমকে জুটি বানিয়ে পরের ছবি বানানোর অনুরোধ জানিয়েছেন।

Latest Videos

তার পরেই ফাঁস করেছেন প্রকৃত ঘটনা। ‘বিশ্বসুন্দরী’র অভিযোগ, ‘বিশ্বাস কর ভাই মিম, রাজের সঙ্গে তোমার এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ--সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে ‘দামাল’-এর তিন মাসের হল রাইটস নিলে রাজ, তুমি, তোমরা সবাই--এই হল কাল আমার জীবনে। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলবে রাত দিন। বিশ্বাস কর, তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই সমস্যা করে। আমি একা সারা রাত বাচ্চাটাকে সামলাই। এ সব বন্ধ কর।’

 

নিজের বক্তব্যের স্বপক্ষে হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশটও তুলে দিয়েছেন পরীমণি। বৃহস্পতিবারের বার্তার পরে বিদ্যা আপাতত চুপ। বাংলাদেশের প্রথম সারির নায়িকার পরপর দুটো ছবি-মুক্তি, ‘পরান’, ‘দামাল’। দুটোরই নায়ক শরীফুল রাজ। দুটোই হিট। প্রচারে বেরিয়ে সহ-অভিনেতার হাতটাই ধরেছিলেন। সেখান থেকেই কি যত কাণ্ড? রাজের সঙ্গে পরকীয়ার অভিযোগে অভিযুক্ত তিনি। রাজ-ঘরনি পরীমণি খোদ অভিযোগ জানিয়েছেন। তাই নিয়ে চর্চা শুরু। এবং সেই বিতর্কে ঘি ঢেলেছে মিমের পাল্টা মন্তব্য। তিনি পরীমণির পথেই হেঁটেছেন। ফেসবুকে প্রকাশ্যে পাল্টা তোপ দেগেছেন নায়িকাকে। সঙ্গে হুঁশিয়ারি, ‘যে বা যারা কোনও ধরণের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই। তবে এ সবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করব।‘

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari