এবার বড় পর্দায় উঠে আসবে ৪০ এর দশকের এক চর্চিত সম্পর্কের গল্প, প্রকাশ পেল ছবি পোস্টার । 'মায়াকুমারী' ছবির মুখ্য ভূমিকায় থাকছে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং আবির চট্টোপাধ্যায়, পরিচালনার দায়িত্বে অরিন্দম শীল ।
প্রকাশ্যে এলো মায়াকুমারী ছবির পোস্টার । এবার বড় পর্দায় উঠে আসবে ৪০ এর দশকের এক চর্চিত সম্পর্কের গল্প। পর্দার জনপ্রিয় জুটি ছিল মায়াকুমারী ও কানন কুমার। বিবাহিত হলেও কানন কুমারের সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি। ছবিতে মুখ্য ভূমিকায় থাকছে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং আবির চট্টোপাধ্যায়। তাছাড়াও দেখা যাবে অরুনিমা ঘোষ, ইন্দ্রাশীষ রায়, সৌরশেনী মৈত্র ও ফালাক রশিদ রায় কে। পরিচালনার দায়িত্বে অরিন্দম শীল