প্রধান-র শ্যুটিং সেটে উদ্ধার হল অজগর। অজগরের সঙ্গে ছবি তুলে তা পোস্ট করলেন অভিনেতা বিধায়ক সোহম। অজগরের ভিডিও পোস্ট করেন অভিনেতা বিশ্বনাথ বসু ।
শুরু হয়েছে প্রধান-র শ্যুটিং। সিনেমার শ্যুটিং-র জন্য ডুয়ার্স গিয়েছেন সোহম। সেখানের রিসর্টে উদ্ধার হল অজগর। অজগরের সঙ্গে ছবি তুলে তা পোস্ট করলেন অভিনেতা বিধায়ক সোহম। অজগরের ভিডিও পোস্ট করেন অভিনেতা বিশ্বনাথ বসু । ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।