আরজি কর কাণ্ডে বয়কটের মুখে রচনা ব্যানার্জি, এবার দিদি নম্বর ১ নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত নিল চ্যানেল

Published : Aug 21, 2024, 08:11 PM IST
bengali Didi No 1 Sunday special episode is full of fun with Tollywood actress ADB

সংক্ষিপ্ত

জি বাংলার এই শোয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। অনেকেই বলেন, রচনা ছাড়া এই শো অসম্পূর্ণ। তবে এবার সেই রচনার বিরুদ্ধেই বয়কটের ডাক উঠতে শুরু করেছে। তাই বাধ্য হয়েই চরম সিদ্ধান্ত নিল চ্যানেল।

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত জনপ্রিয়তম শোগুলির মধ্যে একটি হল 'দিদি নম্বর ১'। বিগত এক দশকেরও বেশি সময় ধরে সম্প্রচারিত হচ্ছেন রচনা সঞ্চালিত এই রিয়্যালিটি শো। 'দিদি নম্বর ১'এর সুবাদে বাংলার প্রায় প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। এবার আরজি কর কাণ্ডের আবহে এই শো নিয়েই বড় সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ।

আরজি কর কাণ্ডে পথে নেমেছেন বিনোদন জগতের একাধিক তারকা। তেমনই আবার অনেকে নেটিজেনদের রোষের মুখেও পড়েছেন। রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত, সেই তালিকায় নাম রয়েছে বেশ কয়েকজনের।

জি বাংলার এই শোয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। অনেকেই বলেন, রচনা ছাড়া এই শো অসম্পূর্ণ। তবে এবার সেই রচনার বিরুদ্ধেই বয়কটের ডাক উঠতে শুরু করেছে। তাই বাধ্য হয়েই চরম সিদ্ধান্ত নিল চ্যানেল।

গত ১৮ আগস্ট রায়গঞ্জে জি বাংলার এই শোয়ের অডিশন হওয়ার কথা ছিল। তবে তার ঠিক একদিন আগে চ্যানেলের তরফ থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত 'দিদি নম্বর ১' এবং 'রন্ধনের বন্ধনে'র এই অডিশন স্থগিত রাখা হচ্ছে। পরিবর্তিত তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলেও জানায় জি বাংলা।

একদিকে আরজি কর কাণ্ডের আবহে ক্রমাগত ট্রোলড হচ্ছেন রচনা। এবার তার মধ্যেই 'দিদি নম্বর ১'এর (Didi No 1) অডিশন স্থগিত রাখার ঘোষণা করা হয়েছে। স্বাভাবিকভাবেই এতে সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। তাহলে কি এবার রচনার শো বন্ধ করে দেওয়া হবে! এমন প্রশ্নও উঠতে শুরু করেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার