আরজি কর কাণ্ডে বয়কটের মুখে রচনা ব্যানার্জি, এবার দিদি নম্বর ১ নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত নিল চ্যানেল

জি বাংলার এই শোয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। অনেকেই বলেন, রচনা ছাড়া এই শো অসম্পূর্ণ। তবে এবার সেই রচনার বিরুদ্ধেই বয়কটের ডাক উঠতে শুরু করেছে। তাই বাধ্য হয়েই চরম সিদ্ধান্ত নিল চ্যানেল।

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত জনপ্রিয়তম শোগুলির মধ্যে একটি হল 'দিদি নম্বর ১'। বিগত এক দশকেরও বেশি সময় ধরে সম্প্রচারিত হচ্ছেন রচনা সঞ্চালিত এই রিয়্যালিটি শো। 'দিদি নম্বর ১'এর সুবাদে বাংলার প্রায় প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। এবার আরজি কর কাণ্ডের আবহে এই শো নিয়েই বড় সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ।

আরজি কর কাণ্ডে পথে নেমেছেন বিনোদন জগতের একাধিক তারকা। তেমনই আবার অনেকে নেটিজেনদের রোষের মুখেও পড়েছেন। রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত, সেই তালিকায় নাম রয়েছে বেশ কয়েকজনের।

Latest Videos

জি বাংলার এই শোয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। অনেকেই বলেন, রচনা ছাড়া এই শো অসম্পূর্ণ। তবে এবার সেই রচনার বিরুদ্ধেই বয়কটের ডাক উঠতে শুরু করেছে। তাই বাধ্য হয়েই চরম সিদ্ধান্ত নিল চ্যানেল।

গত ১৮ আগস্ট রায়গঞ্জে জি বাংলার এই শোয়ের অডিশন হওয়ার কথা ছিল। তবে তার ঠিক একদিন আগে চ্যানেলের তরফ থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত 'দিদি নম্বর ১' এবং 'রন্ধনের বন্ধনে'র এই অডিশন স্থগিত রাখা হচ্ছে। পরিবর্তিত তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলেও জানায় জি বাংলা।

একদিকে আরজি কর কাণ্ডের আবহে ক্রমাগত ট্রোলড হচ্ছেন রচনা। এবার তার মধ্যেই 'দিদি নম্বর ১'এর (Didi No 1) অডিশন স্থগিত রাখার ঘোষণা করা হয়েছে। স্বাভাবিকভাবেই এতে সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। তাহলে কি এবার রচনার শো বন্ধ করে দেওয়া হবে! এমন প্রশ্নও উঠতে শুরু করেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News