মঙ্গলবার দেশ জুড়ে পালিত হচ্ছে শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব । বাড়িতে জগন্নাথ দেবের পুজো মাতলেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী । এরপর তিনি রথ টানলেন ছাত্রছাত্রীদের নিয়ে ।
মঙ্গলবার দেশ জুড়ে পালিত হচ্ছে শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব । রথের দিনে জগন্নাথদেবের পুজোয় মাতলেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী | মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন তিনি | ভিডিয়োর ক্যাপশানে লেখেন জয় জগন্নাথ | গায়িকাকে এদিন দেখা গেল ঘরোয়া মেজাজে, শাড়ি পরে পুজো দিতে | কেমন করে মূর্তি সাজানো হয়েছে ভিডিওতে তুলে ধরলেন তিনি | এরপর তিনি রথ টানেন ছাত্রছাত্রীদের নিয়ে |