লাল জ্যাকেটের ভিতর দিয়ে উঁকি মারছে বিভাজিকা, প্রি-ক্রিসমাসের শুভেচ্ছার সঙ্গে সুখবর দিলেন ঋতাভরী

Published : Dec 14, 2022, 08:27 AM IST
Ritabhari Chakraborty

সংক্ষিপ্ত

সম্প্রতি ৩.৫ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার হয়েছেন ঋতাভরীর, আর সেই কারণেই প্রচন্ড খুশি বঙ্গতনয়া। সকলকে এভাবেই পাশে থাকার অনুরোধ জানিয়েছেন ঋতাভরী।

ঋতাভরী চক্রবর্তীকে নিয়ে সর্বদাই সরগরম টলিপাড়া। সোশ্যাল মিডিয়ার উত্তাপ বাড়াতে বেশ সিদ্ধহস্ত টলি কুইন। একের পর এক সাহসী ছবিতে ঘায়েল হয়েছে সাইবারবাসী।কখনও অন্তর্বাসের উপর দিয়ে বেরিয়ে আসছে ক্লিভেজের খাঁজ, কখনও আবার পোশাকের ফাঁক দিয়ে উঁকি মারছে হট ক্লিভেজে। আর এটাই যেন ফ্যাশন স্টেটমেন্ট ঋতাভরীর।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন ঋতাভরী, যেখানে লাল রঙের বুকচেরা জ্যাকেট ও সাদা রঙের টপ পরে দেখা গেছে নায়িকার। প্রি-ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি ভক্তদের সকলকে এত ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদও জানিয়েছেন। সম্প্রতি ৩.৫ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার হয়েছেন ঋতাভরীর, আর সেই কারণেই প্রচন্ড খুশি বঙ্গতনয়া। সকলকে এভাবেই পাশে থাকার অনুরোধ জানিয়েছেন ঋতাভরী।

 

 

শহর জুড়ে এখন ক্রিসমাসের মুড। উৎসবের মরশুমে ঋতাভরীও রয়েছেন ক্রিসমাস মুডে। লাল ও সাদা ক্রিসমাসের রঙে নিজেকে সাজিয়ে নিয়েছেন। আর মাত্র কয়েক দিন তারপই বড়দিন সেলিব্রেট করার আনন্দে মেতে উঠবে ছোট থেকে বড় সকলেই। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ক্রিসমাসের প্রস্তুতি। সকলের মতোই প্রি- ক্রিসমাস সেলিব্রেশনে মেতে উঠেছেন টলিপাড়ার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কেক- খেলনা-রকমারি গিফট নিয়েই আগাম ক্রিসমাস সেলিব্রেশনে ব্যস্ত ঋতাভরী।ক্রিসমাস সেলিব্রেশনে তিনি যে রেডি তা যেন তার ছবিই বলে দিচ্ছে। অভিনেত্রীর এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যক্তিগত জীবন হোক কিংবা ফ্যাশন সবসময়েই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন ঋতাভরী চক্রবর্তী। টলিপাড়ার বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী যেন নেটদুনিয়ার হটকেক। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। চরম উষ্ণতা যেন ঠিকরে বেরোচ্ছে। কিলার লুকে অভিনেত্রীর শরীরী সৌন্দর্যে কুপোকাত নেটিজেনরা। টলিপাড়ার বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী যেন নেটদুনিয়ার হটকেক। সোশ্যাল মিডিয়ায় কীভাবে ফ্যানেদের মাতিয়ে রাখতে হয়, তাতে বেশ সিদ্ধহস্ত ঋতাভরী। সাহসী ফটোশ্যুটে বোল্ড আউট সাইবারবাসী। নিজের ফিটনেস নিয়েও বেশ সচেতন অভিনেত্রী। একদিকে শরীরচর্চা আর অন্যদিকে কড়া ডায়েটিং -এই দুইয়ের ব্যালেন্সে তিনি হয়ে উঠেছেন হট অ্যান্ড সেক্সি। ফ্ল্যাট অ্যাবস, মেদহীন ছিপছিপে কোমড়ের উষ্ণতায় মাতোয়ারা দর্শক। সকলেই তার চাবুক ফিগারের প্রশংসা করেছেন। টেলি ধারাবাহিক 'ওগো বধূ সুন্দরী'র মিষ্টি মেয়েটি আজ নেটদুনিয়ার হটকেক। একের পর এক সাড়া জাগানো ছবি দিয়ে রাতের ঘুম কাড়ছেন এই বঙ্গ ললনা।

PREV
click me!

Recommended Stories

দর্শক কমছে, আয়েও টান, হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে ৫০-এর বেশি টিভি চ্যানেল
শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা