শোনা যাচ্ছে, দ্রৌপদী হিসেকে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। রামকমল মুখোপাধ্যায় পরিচালনা করবে মহাভারত ছবিটি। এর আগে বিনোদিনী ছবিতে রামকমলের সঙ্গে কাজ করছেন রুক্মিণী মৈত্র। এবার মহাভারত ছবিতে দেখা যাবে তাঁকে। আর এবার এই ছবিতে থাকবেন জিৎ। তবে, এই খবরে এখনও শিলমোহর পরেনি।