তোলা দেওয়ার জন্য জনগণের টাকা নিচ্ছে, CESC-র বিল দেখে মন্তব্য রূপালির

Published : Oct 26, 2024, 02:08 PM IST
rupali

সংক্ষিপ্ত

অভিনেত্রী রূপালী রাই ভট্টাচার্যের CESC বিলের অঙ্ক দেখে মাথায় হাত। কম ইউনিট খরচের পরও বিলের পরিমাণ অধিক। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

সিইএসসি-র বিলের অঙ্ক দেখে মাথায় হাত রূপালি রাই ভট্টাচার্যের। সিরিয়ালের পরিচিত মুখ তিনি। এবার ভাইরাল হল তাঁর ফেসবুক পোস্ট।

তিনি ফেসবুকে লেখেন, গত মাসে সারাদিন আমি বাড়ি থাকিনি। হয় শ্যুটিংয়ে ছিলাম নয়তো প্রতিবাদ মিছিলে। তাই ইলেকট্রিকবিলে ১৮০ ইউনিট রিডিং। এটা স্বাভাবিক। কিন্তু এই ইউনিটের জন্য বিলে টাকার পরিমাণ এসেছে ১২৫০ টাকা। এটা কি স্বাভাবিক? নাকি CESC এতটাই দাম বাড়িয়েছে? কোনো ধারণা আছ?

এই কমেন্ট মুহূর্তে ভাইরাল হল। একাধিক ব্যক্তি কমেন্ট করেন। এজন লেখেন, CESC পার ইউনিট রেট অনেক বাড়িয়েছে। তাতে অভিনেত্রী লেখেন, হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। CESC তোলা তুলে দেবে ওনাকে, তাই জনগণকে থেকে টাকা তুলছে। আর পাবলিক ১০০০ টাকার বাংলা খাবার লোভে, ওনাকে ভোট দিচ্ছে বারবা। বাংলা নিজের সর্বনাশ চায়। আরেকজন লেখেন, ওদের আ্যাপে গিয়ে অভিযোগ করুন। ওরা জবাব দেবে। তৃতীয়জন লেখেন, ইউনিট প্রতি ৭ টাকা। আমরা দামি বিদ্যুৎ ব্যবহার করি।

এদিকে শেষ আরজি কর কাণ্ডের সময় খবরে এসেছিলেন অভিনেত্রী। শাসকের বিরুদ্ধে গলা তুলেছেন রূপালী। নবান্নে সোমবার জুনিয়র ডাক্তারদের বৈঠকের পর তিনি লেখেন, যারা নামে অভিযোগ তাকে অভিযুক্ত বলা যাবে না। বেশ তাকে তাহলে শাসকের লোক বলা হোক।

এই কারণে তাঁকে থ্রেটও দেখা হয় তাঁকে। তিনি যা নিয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে নয়, ব্যক্তিগত অনুভূতি থেকেই এই ঘটনার প্রতিবাদ করেছেন তিনি। নির্যাতিতা চিকিৎসক তরুণীর মতো তিনিও একজন মেয়ে। বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি, তাতে যে কোনও মহিলার সঙ্গেই এই অঘটন ঘটতে পারে। সেই জায়গা থেকে তিনি প্রতিবাদ করছেন বলে জানিয়েছিলেন।

 

PREV
click me!

Recommended Stories

'মিথ্যা বলছে ঋতিকায়' ফের বিস্ফোরক হিরণের প্রথম স্ত্রী! কী বললেন তিনি?
"বিবাহ বিচ্ছেদ হয়েছে হিরণের! বয়সের হিসাবও নাকি ভুল দিয়েছেন প্রথম স্ত্রী" মুখ খুুললেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা