দেখে নিন TRP-র তালিকায় কোন সিরিয়াল কাকে দিল টেক্কা, শীর্ষ স্থানে কে আছেন

সদ্য প্রকাশিত TRP তালিকা অনুযায়ী, ফুলকি ৭.২ রেটিং নিয়ে শীর্ষ স্থান দখল করেছে। অনুরাগের ছোঁয়া দীর্ঘদিন শীর্ষে থাকার পর এখন দশম স্থানে রয়েছে।

সদ্য প্রকাশ্যে এল TRP-র তালিকা। গোটা সপ্তাহ ধরে দর্শকদের মন কাড়তে বিস্তর পরিশ্রম করে গিয়েছেন তারকা থেকে পরিচালক-প্রযোজকরা। এবার প্রকাশ্যে এল তালিকা। কার পরিশ্রম সঠিক ফল দিল তা জানতে পারলেন সকলে। প্রকাশ্যে এল TRP-র তালিকা। সেখানে স্থান পেয়েছে ১০টি বাংলা সিরিয়াল। দেখে নিন কে পেল প্রথম স্থান।

TRP-র তালিকা বলছে প্রথম স্থানে আছে ফুলকি। রেটিং ৭.২।

Latest Videos

দ্বিতীয় স্থানে আছে গীতা এলএলবি/ কথা। রেটিং ৬.৫।

তৃতীয় স্থানে আছে নিম ফুলের মধু। রেটিং ৬.৪।

চতুর্থ স্থানে আছে জগদ্ধাত্রী। রেটিং ৬.২।

পঞ্চম স্থানে আছে উড়ান/ রোশনাই/ শুভ বিবাহ । রেটিং ৫.৮।

ষষ্ঠ স্থানে আছে কোন গোপনে মন ভেসেছে। রেটিং ৫.৭।

সপ্তম স্থানে আছে অনুরাগের ছোঁয়া ও হরগৌরীর স্পাইস হোটেল। রেটিং ৫.৫।

অষ্টম স্থানে আছে রাঙামতি তীরন্দাজ। রেটিং ৫.০।

নবম স্থানে আছে ডায়মন্ড দিদি জিন্দাবাজ এবং তেঁতুলপাতা । রেটিং ৪.৯।

দশম স্থানে আছে আনন্দী। রেটিং ৪.৬।

আপাতত বাংলা সিয়ালারে মধ্যে দীর্ঘদিন ধরে ১০ জনের মধ্যে স্থান পেয়েছে অনুরাগের ছোঁয়া। এই সিরিয়াল দীর্ঘদিন প্রথম স্থানে ছিল। বর্তমানে স্থান পরিবর্তন হলেও ১০ সেরা সিরিয়ালের তালিকায় আছে। এদিকে এবার প্রথম স্থান পেল ফুলকি। এই সিরিয়ালের জনপ্রিয়তা দিনে দিনে বেড়ে চলেছে। দ্বিতীয় স্থানে আছে ২ টি ধারাবাহিক। কথা ও গীতা এলএলবি। তেমনই পাঁচ নম্বর স্থানে আছে তিনটি ধারাবাহিক। উড়ান, রোশনাই, শুভ বিবাহ এক সঙ্গে পঞ্চম স্থান দখন করেছে ।

Share this article
click me!

Latest Videos

Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
জঙ্গি গ্রেফতারের ২ দিন পরও আতঙ্কে ক্যানিংবাসী, দেখুন কী বলছেন স্থানীয়রা | Canning News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News