প্রকাশ্যে এল নন্টে ফন্টের ট্রেলার। প্রয়াত নারায়ণ দেবনাথ এই ছবির ব্যাপারে অনুমতি দেওয়াই শুধু নয়, শ্যুটিং দেখতেও গিয়েছিলেন। নন্টে ফন্টের ট্রেলার লঞ্চ করলেন পরিচালক সন্দীপ রায়।
প্রকাশ্যে এল নন্টে ফন্টের ট্রেলার। বাঙালির অতি প্রিয় কমিকস এবার বড়পর্দায়। অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অম্লান মজুমদার, শুভাশিস মুখোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তীকে। শিশু অভিনেতা সোহম রায়চৌধুরী ও সোহম বসু নজর কেড়ে নিয়েছে। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, নিটোল আনন্দের ছবি উপহার পেতে চলেছেন দর্শকরা।
প্রয়াত নারায়ণ দেবনাথ এই ছবির ব্যাপারে অনুমতি দেওয়াই শুধু নয়, শ্যুটিং দেখতেও গিয়েছিলেন। তিনি এই ছবির জন্য শুভকামনা জানান। ছোটদের পাশাপাশি বড়দেরও ছবিটি দেখতে যাওয়ার আহ্বান জানান প্রয়াত শিল্পী।
সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ও বাঙালির প্রিয় কমিকস নিয়ে ছবি হওয়ায় খুশি। তিনি এই ছবির সাফল্য কামনা করেছেন।
বিশপ লেফ্রয় রোড নিয়ে বাঙালির নস্টালজিয়া রয়েছে। সেখানে বসেই নন্টে ফন্টের ট্রেলার লঞ্চ করলেন পরিচালক সন্দীপ রায়। তিনি এই ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন।