হাসপাতালে ভর্তি বাবা, আবেগঘন পোস্ট সায়নী ঘোষের, দেখে নিন কী লিখলেন নায়িকা

Published : Nov 05, 2024, 02:20 PM IST
What is the wealth of Sayani Ghosh is she rich or belongs average middle class take a look bsm

সংক্ষিপ্ত

সায়নী ঘোষের বাবা দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি। সায়নী তাঁর বাবার সাথে একটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন।

হাসপাতালে ভর্তি অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ সায়নী ঘোষের বাবা। সায়নী নিজের সঙ্গে বাবার ছবি পোস্ট করেন। সেখানে এক বিশেষ বার্তা দেন। শোনা গিয়েছে, সপ্তাহ খানেক ধরেই দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি রয়েছেন সায়নীর বাবা। তিনি বাবার সঙ্গে ছবি শেয়ার করে বলেন, ‘কারণে অকারণে, নিষেধে বা বারণে, তোমার নামেই যতো জোছনা নিলাম। ভেতরে বাহিরে, দহণে বা ধারণে, আমায় নিখোঁজ ভালো বা পাশেই ছিলাম।’

বছরের শুরুতেই মাকে হারিয়েছেন সায়নী। কখনই প্রকাশ্যে মায়ের শরীর খারাপ নিয়ে কোনও কিছুই বলতে শোনা যায়নি সায়নীকে। তবে, গত বছর জুলাই মাসে পঞ্চায়েত ভোটে প্রচারে কর্মসূচী বাতিল করেছিলেন মায়ের অসুস্থতার কারণে। পরে জানা যায় তাঁর মায়ের প্রয়াণের খবর। বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সায়নীর মা। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৭ জানুয়ারি নিজের জন্মদিনে মায়ের শ্রাদ্ধকর্ম করেছিলেন তারকা সাংসদ।

 

 

এবার বাবার অসুস্থতা নিয়ে চিন্তায় সায়নী। হাসপাতালে ভর্তি তাঁর বাবা। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চলছে চিকিৎসা। বাবার অসুস্থতা নিয়ে চিন্তিত অভিনেত্রী।

এদিকে অভিনয়ের পাশাপাশি জমিয়ে রাজনীতি করে চলেছেন সায়নী ঘোষ। তিনি যাদবপুর লোক সভা কেন্দ্রের সাংসদ। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ নায়িকা। সদ্য় কালীপুজোর দিন ছবি শেয়ার করেছিলেন। সেদিন পুজোর ডালি নিয়ে মন্দিরে উপস্থিত হতে দেখা গিয়েছিল তাঁকে। শাড়ি পরে হাজির হন নায়িকা। যে ছবি মুহূর্তে হয় ভাইরাল। আর এবার বাবার কারণে খবরে এলেন তিনি। হাসপাতালে বাবা। সে কারণে আবেগঘন পোস্ট করলেন সায়নী। 

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার