শ্রীলেখা মিত্র-র গলায় ওটা কি? জোর চর্চায় মজেছে নেটপাড়া, স্পষ্ট উত্তর দিলেন অভিনেত্রীও

শ্রীলেখা মিত্র-র গলায় ওটা কি? জোর চর্চায় মজেছে নেটপাড়া, স্পষ্ট উত্তর দিলেন অভিনেত্রীও

শ্রীলেখা মিত্র-র যেকোনও পোস্টই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এমনকী নেট পাড়ার বাসিন্দারাও কমেন্ট করলে তার উত্তর দিতে ভোলেন না। এবার অভিনেত্রীর ঘাড়ের দাগ আদপে লাভ বাইট কি না তা নিয়ে প্রশ্ন তুললেন নেটিজেনরা। অভিনেত্রীকে সরাসরি লাভ বাইট নিয়ে প্রশ্ন তুলেছেন বেশ কিছু নেটিজেন। মস্করা করেছেন তাঁর সঙ্গে।

বুধবার ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী। এই পোস্টে তাকে নিজের গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছে। শাড়ি পরে হালকা মেকআপে দেখা গিয়েছে তাঁকে। নাকে ছিল নথ পরেছেন ঠোঁটে। আর লিপস্টিক দিয়ে কপালে ও থুতনিতে দাগ কেটেছেন। তারপর ছবির ক্যাপশনে লিখেছেন, 'ভারতীয় বাঙালির ভাইকিং ভার্লন।'

Latest Videos

কিন্তু কী এই ভাইকিং? ভাইকিং বলতে স্ক্যান্ডিনেভিয়ার সমুদ্রে বসবাসকারী জলদস্যুদের দলকে বোঝায়। যারা অষ্টম শতক থেকে একবিংশ শতক পর্যন্ত ইউরোপের এক বিরাট এলাকা জুড়ে লুটতরাজ চালায় ও বসতি স্থাপন করে।

শ্রীলেখার এই পোস্টে এক নেটিজেন মন্তব্য করেছেন, " কে দিল লাভ বাইট?" আর তাতেই মোক্ষম জবাব দেন অভিনেত্রী। "কোথায় ভালবাসা, তরপর তো কামড়। নিজেই পেনসিল দিয়ে ভাইকিং সাজার চেষ্টা করলাম"। এই পোস্টে আরও এক নেটিজেন লেখেন, "দক্ষিণ ভারতীয় রাই সম্প্রদায়ের রানি লাগছে পুরো।"

অভিনেত্রী শ্রীলেখা মিত্র চিরকালই ভীষণ ঠোঁট কাটা বলে পরিচিত। নিজের রাজনৈতিক মতামতও তিনি নির্ভয়ে প্রকাশ করেন। প্রয়োজন পড়লে যে কারও দিকে আঙুল তুলতে দ্বিধা করেন না!

টলিউডের স্বজনপোষণ নিয়েও একাধিকবার মুখ খুলেছেন শ্রীলেখা। অভিনয়ের পাশাপাশি, পরিচালনা-প্রযোজনাতেও দেখা যায় তাঁকে। আরজিকর কাণ্ডের পরে একাধিক আন্দোলনে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তাঁর এই সজোসাপটা উত্তরের জন্য নেটিজেনদের নজর কাড়েন অভিনেত্রী।

Share this article
click me!

Latest Videos

২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari