Tele Academy Award 2023: ছোটপর্দার তারকারা পেলেন বিশেষ সম্মান, দেখে নিন কার ঝুলিয়ে গেল কোন পুরস্কার

অভিনয়ের জন্য সম্মান পেলেন ছোটপর্দার তারকারা। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখে নিন কার ঝুলিয়ে গেল কোন অ্যাওয়ার্ডটি।

সদ্য অনুষ্ঠিত হল টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ২০২৩। পশ্চিমবঙ্গ সরকার ও টেলি অ্যাকাডেমি দ্বারা আয়োজিত হয়েছিল এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এবার অভিনয়ের জন্য সম্মান পেলেন ছোটপর্দার তারকারা। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখে নিন কার ঝুলিয়ে গেল কোন অ্যাওয়ার্ডটি।

সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল- অনুরাগের ছোঁয়া ও জগদ্ধাত্রী

Latest Videos

সেরা অভিনেতা- দিব্যজ্যোতি দত্ত (অনুরাগের ছোঁয়া)

সেরা অভিনেত্রী- অঙ্কিতা মল্লিক (জগদ্ধাত্রী)

সেরা পরিবার- অনুরাগের ছোঁয়া, নিম ফুলেক মধু ও গাঁটছড়া

সেরা জুটি- সূর্য ও দীপা এবং বিক্রম ও ইন্দিরা

সেরা বয়স্ক জুটি – মিঠু চক্রবর্তী ও অনিন্দ্য সরকার

সেরা প্রযোজক- ম্যাজিক মোমেন্টস ও টেন্ট। ম্যাজিক মোমেন্টের জন্য পুরস্কার পেলেন লীন গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং টেন্ট-র জন্য পেলেন সুশান্ত দাস।

সেরা বউমা- স্বস্তিকা ঘোষ (অনুরাগের ছোঁয়া)

সেরা ছেলে- গৌরব চট্টোপাধ্যায় (গাঁটছড়া), রাহুল মজুমদার (হরগৌরী পাইস হোটেল)

সেরা শাশুড়ি- রূপাঞ্জনা মিত্র (অনুরাগের ছোঁয়া)

সেরা মা- জুন মালিয়া (গাঁটছড়া)

সেরা বোন ও ভাই- অনুষ্কা (গাঁটছডডা), প্রারব্ধি (অনুরাগের ছোঁয়া)

বিশেষ পুরস্কার- তৃণা সাহা (বালিঝড়)

সেরা খল নায়ক- অনিন্দ্য চক্রবর্তী ( খেলনা বাড়ির পলাশ) ও অনিন্দ্য চট্টোপাধ্যায় (গাঁটছড়ার রাহুল)

সেরা খল নায়িকা- চান্দ্রেয়ী ঘোষ ( গৌরী এল), রশ্মি ভট্টাচার্য (গোধূলি আলাপ), প্রিয়া পাল (জগদ্ধাত্রী), অহনা দত্ত (অনুরাগের ছোঁয়া)

অনুপ্রেরণা মূলক চরিত্র- সব্যসাচী চৌধুরী (রামপ্রসাদ), তিয়াসা লেপচা (বাংলা মিডিয়াম)

আজীবন অবদানের স্বীকৃতি- সুমন্ত মুখোরাধ্যায়

সেরা অভিনয় (বিশেষ সম্মনা)- কৌশিক সেন ( গোধূলি আলাপ)

মরোণোত্তর বিশেষ কৃতি সম্মান- ঐন্দ্রিলা শর্মা

এমনই একাধিক সম্মানে ভূষিত হলেন তারকারা। নিত্য নতুন কাহিনি নিয়ে মুক্তি পাচ্ছে টলিউড সিরিয়াল। একাধিক নতুন মুখ পা রাখছে অভিনয় জগতে। তারা অল্প দিনেই দর্শকদের মনে স্থান পাচ্ছেন। কেউ কেউ ছোটপর্দায় সফল হওয়ার পর বড় পর্দায় পা রাখছেন। তেমনই কেউ ছোট পর্দার সঙ্গে সঙ্গে ওটিটি-তে কাজ করে চলেছেন তারকারা। সে যাই হোক, গত রাতে ছিল বিশেষ অনুষ্ঠান। সম্মান প্রদান করা হয় তারকাদের। পশ্চিমবঙ্গ সরকার ও টেলি অ্যাকাডেমি দ্বারা আয়োজিত হয়েছিল এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। প্রতি বছরই আয়োজিত হয় এই অনুষ্ঠান। এবছর অনুষ্ঠানে হাজির ছিলেন সকল টলিউড সদস্য। সব মিলিয়ে সমস্ত সন্ধ্যা ছিল মনোমুগ্ধ কর। তারকাদের সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। নিজের কাজের জন্য বিশেষ সম্মানে ভূষিত হলেন সকল তারকা। 

 

আরও পড়ুন

Pankaj Tripathi: ‘আমি আজ যা সেটা সম্পূর্ণ রূপে বাবার জন্য’, সদ্যপ্রয়াত বাবাকে উৎসর্গ করলেন জাতীয় পুরস্কার

Gadar 2: বিতর্কে জড়াল ‘গদর ২’, বিস্ফোরক মন্তব্য করলেন গদর-র মিউজিক ডিরেক্টর উত্তম সিং

এত বছর বউদের সঙ্গে পথ চলার সিক্রেট কী! রচনার দিদি নং ওয়ানে রহস্য ফাঁস করলেন রূপঙ্কর - জয়জিত

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী