Singer Arrest: অপহরণ ও যৌন হেনস্থার অভিযোগ, মাঝ রাতে গ্রেফতার বাংলাদেশি গায়ক নোবেল

Published : May 20, 2025, 04:43 PM IST
Singer Noble

সংক্ষিপ্ত

বিতর্কিত গায়ক মইনুল আহসান নোবেল আবারও গ্রেফতার। অপহরণ ও যৌন হেনস্থার অভিযোগে ডেমরা থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগেও একাধিক বিবাহ, প্রতারণা, গার্হস্থ্যহিংসার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।

একাধিক বিবাহ, প্রতারণা, গার্হস্থ্যহিংসার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। আট মাস আগেই নেশামুক্তি কেন্দ্র থেকে বেরিয়েছেন বাংলাদেশের বিতর্কিত গায়ক মইনুল আহসান নোবেল। এবার অপহরণ ও যৌন হেনস্থার অভিযোগে নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানার পুলিশ।

সোমবার রাত ২টোর সময় ডেমরা স্টার কোয়ার্টার থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন, সোমবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একটি ফোন আসে। তারপরই পুলিশ গিয়ে ডেমরার সারুলিয়ার আমতলায় নোবেলের বাড়ি থেকে এক মহিলাকে উদ্ধার করে। সে রাতেই নোবেলের বিরুদ্ধে মামলা করেন ওই মহিলা। গ্রেফতার করা হয় গায়ককে।

এদিকে আট মাস আগেই নেশামুক্তিকেন্দ্র থেকে বাড়ি ফিরেছিলেন। প্রকাশ্যে নিজের ভুলও সে সময় স্বীকার করেন গায়ক মইনুল আহসান নোবেল। তিনি বলেছিলেন, গত কয়েক বছর অনেক ঘটনা ঘটিয়েছি। আগেই বলেছি, এ জন্য আমি দায়ী। নিজের ওপর নিয়ন্ত্রণ ছিল না। একজন শিল্পী হিসেবে যা করেছি, ঠিক হয়নি। মানুষ পছন্দ করেননি। এখন মনে হয়, আমার কাছে যদি টাইম মেশিন, থাকত, তা হলে অতীতে ফিরে গিয়ে নিজেকে সংশোধন করে নিতাম। কিন্তু, তা আর সম্ভব নয়। ব্যক্তিজীবন, কর্মজীবনে অনেক কিছুই হারিয়ে ফেলেছি।…

গায়ক মইনুল আহসান নোবেল আরও বলেছিলেন যে, জীবনে যা ঘটে গেছে, সে সব আর নতুন করে যেন না ঘটে, সেদিকে খেয়াল রাখব। কর্মজীবনে সেই আগের জায়গা পৌঁছাতে পারব কি না জানি না, তবে চেষ্টা থাকবে আগের অবস্থানের কাছাকাছি হলেও যেন ফিরতে পারি।

তারপরেও আবার এই বিতর্ক। এবার ডেমরা স্টার কোয়ার্টার থেকে গ্রেফতার করা হয় তাঁকে। অপহরণ ও যৌন হেনস্থার অভিযোগে নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানার পুলিশ। একাধিক বিবাহ, প্রতারণা, গার্হস্থ্যহিংসার অভিযোগ আগেই ছিল তাঁর ওপর। এবার অপহরণ ও যৌন হেনস্থার অভিযোগে নোবেলকে গ্রেফতার করল ডেমরা থানার পুলিশ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে