কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। আর হাতে মাত্র কদিন। ৭ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন সন্দীপ্তা সেন। তার আগে সেড়ে ফেললেন বাগদান।
কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। আর হাতে মাত্র কদিন। ৭ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন সন্দীপ্তা সেন। তার আগে সেড়ে ফেললেন বাগদান। সদ্য নিজের বাগদানের ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। সাদা পোশাকে ভাইরাল হল দুজনের লুক।