সিঁদুর খেলার রিল পোস্ট করে খবরে এলেন শ্রীলেখা। সদ্য একটি রিল পোস্ট করেন। যেখানে সাদা ও গোলাপী শাড়িতে নজর কেড়েছেন নায়িকা।
সিঁদুর খেলার রিল পোস্ট করে খবরে এলেন শ্রীলেখা। সদ্য একটি রিল পোস্ট করেন। যেখানে সাদা ও গোলাপী শাড়িতে নজর কেড়েছেন নায়িকা। চুলে আছে খোঁপা। দশমীর দিনের ভিডিও এটি। যা দেখে বোঝা যাচ্ছে, সিঁদুর খেলতে মন্ডপে হাজির হয়েছেন নায়িকা।