রাজের সঙ্গে শুভশ্রীর সম্পর্ক কেমন, সেই প্রসঙ্গ শুভশ্রী জানিয়েছেন,সবটাই ভীষণ সহজাত। ঠিক নদীর প্রবাহের মতো। অভিমান ছবিতে একসঙ্গে কাজ করার পরই ব্যাপারটা ঘটে। রাজ এসে ওর মনের কথা বলে। তবে আমি এটা ভাবতে পারিনি, আমি ওকে নিয়ে যেমনটা ভাবতাম ও একই জিনিস আমার জন্য ভাবত আমাকে ওর বউ হওয়ার প্রস্তাব দেন, আর আমিও হ্যাঁ বলে দিয়েছিলাম।