'প্রতি মিনিটে আমরা চুমু খাই', ট্রোলারদের কড়া জবাব দিলেন রাজ ঘরনি শুভশ্রী

জন্মদিনের দিন ঠোঁটে ঠোঁট লাগিয়ে রাজকে জাপটে ধরে চুমুতে ভরিয়ে দিয়েছেন শুভশ্রী। লিপলকের এই রোম্য়ান্টিক মুহূর্ত অনেকেই বাঁকা চোখে দেখেছেন। প্রায় একসপ্তাহ পর সেই সমালোচনার জবাব দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

টলিউডের পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিনটা বড্ড স্পেশ্যাল পরিণীতি শুভশ্রীর কাছে। এই দিনটার জন্য প্রতিবছরেই স্পেশ্যাল কিছু আয়োজন থাকে। জন্মদিনের দিন ঠোঁটে ঠোঁট লাগিয়ে রাজকে জাপটে ধরে চুমুতে ভরিয়ে দিয়েছেন শুভশ্রী। এবং অন্যান্য ছবিতে রাজকে জড়িয়ে ধরে পোজ দিয়েছেন শুভশ্রী। রাজ ও শুভশ্রীর আদুরে ছবি দেখেই বেজায় চটেছেন ভক্তরা। আসলে লিপলকের এই রোম্য়ান্টিক মুহূর্ত অনেকেই বাঁকা চোখে দেখেছেন। যা দেখে অনেকের মন্তব্য এই নাকি বিধায়ক, যিনি কিনি ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী। স্ত্রীরে প্রকাশ্যে আদর,এটা কখনওই বিধায়কসুলভ আচরণ হতে পারে না, এমন মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। তেমনই অভিনেত্রী শুভশ্রীকেও কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। তবে সমালোচনা হোক বা কটাক্ষ, এগুলো যে মোটেই পাত্তা দিতে চান না রাজ ও শুভশ্রী। ছবির কমেন্টে কেউই কোনও মন্তব্য করেননি তারকা দম্পতি। প্রায় একসপ্তাহ পর সেই সমালোচনার জবাব দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজকে চুমু দেওয়া নিয়ে ট্রোলারদের উদ্দেশ্যে শুভশ্রী বলেন, যারা ট্রোল করেন, তাদের কোনও অস্তিত্বই নেই আমাদের কাছে। আমরা আমাদের মতো কাজ করি। আর আমরা প্রতি মিনিটে একে অপরকে চুমু খাই। শুভশ্রী আরও বলেন, রাজের রাজনৈতিক পদক্ষেপ, ছেলে ইউভানকে নিয়েও অনেক প্রশ্ন করেছেন নেটিজেনরা। এপ্রসঙ্গে শুভশ্রী বলেন, রাজ তৃণমূল কংগ্রেসের বিধায়ক হওয়ার পর লোকজন নানা কিছু নিয়ে সমালোচনা করেছেন। তবে আমি এবং আমার পরিবার ভীষণ ভাবেই ইতিবাচক চিন্তাভাবনায় বিশ্বাসী। তাই সমালোচনায় কান দিই না। আমরা কর্মফলে বিশ্বাস করি। কারণ আমরা জীবনের প্রতি মুহূর্ত উপভোগ করি। তবে শুধু সমালোচনা নয়, রাজ ও শুভশ্রীকে সমর্থনও অবাক করে দিয়েছে।

Latest Videos

 

 

জন্মদিনের দিন লাল রঙের সরু ফিতের শর্ট ড্রেসে বোল্ড লুকে দেখা গিয়েছে শুভশ্রীকে, অন্যদিকে কালো রঙের শার্ট ও কালো প্যান্ট পরে নজর কেড়েছেন বার্থ ডে বয়। এই ছবিতেও গভীর চুম্বনে মত্ত থাকতে দেখা গেছে টলিপাড়ার লাভবার্ডকে। বিয়ের এতগুলো বছর পেরিয়ে গেলেও তাদের ভালবাসা যে এতটুকুও কমেনি, তা ছবিতেই স্পষ্ট ধরা পড়েছে। এই রোম্যান্টিক ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, শুভ জন্মদিন, আমার ভালবাসা, রাজ। তারকা দম্পতির এই কাপল গোলস দেখে সকলেই কমেন্টে ভরিয়ে দিয়েছেন। সালটা ২০০৯। রাজ চক্রবর্তীর হাত ধরেই 'চ্যালেঞ্জ' ছবিতে অভিনয় করে প্রথম লাইমলাইটে আসেন। তারপর থেকে একের পর এক সিনেমা করে শিরোনামে আসেন তিনি। তার জীবনটা অনেকটা রোলার কোস্টারের মতো। সম্পর্ক, প্রেম, বিচ্ছেদ তার জীবনকে দুর্বিসহ করে তুলেছিল। তবে সব বাধা পেরিয়ে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তারপর থেকে সময়টা বেশ ভালই কাটছে অভিনেত্রীর। রাজ-শুভশ্রী এখন টলিউডের রাজশ্রী। তাদের মিষ্টি প্রেমের কেমিষ্টি নিয়ে সর্বদাই সরগরম টলিপাড়া।

 

Share this article
click me!

Latest Videos

'পাপ দূর হয়েছে, হলদিয়ার BJP কর্মীরা আজ খুশি' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari
‘Mamata Banerjee কারোর নয় ভোটের জন্য Hindu-Muslim করেন’ চরম তুলোধোনা Adhir Ranjan Chowdhury-র
‘পিতৃপরিচয় সঠিক থাকলে আমাকে ছুঁয়ে দেখাক!’ Suvendu Adhikari-র সরাসরি চ্যালেঞ্জ Humayun Kabir-কে
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের
Yogi Adityanath : হোলির দিনে বিরোধীদের আক্রমণ যোগীর, দেখুন কী বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী