যৌন হেনস্থার শিকার হয়েছে সুদীপ মুখোপাধ্যায়! কী হয়েছিল অভিনেতার সঙ্গে?

সংক্ষিপ্ত

এবার নিজের সঙ্গে ঘটে যাওয়া যৌন নির্যাতন নিয়ে মুখ খুললেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়।

কিছুদিন আগেই নিজের শৈশবে ঘটে যাওয়া যৌন হেনস্থার প্রসঙ্গে মুখ খুলেছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। সমাজিক মাধ্যমে জানিয়েছেন ছোটবেলায় তিনি কীভাবে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। সম্প্রতি সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি মি টু পোস্ট করেছেন তিনি। চূর্ণীর এই পোস্টে উঠে এসেছে নাট্যকর্মী বেণী বসুর কথাও। এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়।

বাস্তবে তিনিও যৌন হেনস্থার শিকার হয়েছেন অভিনেতা। এ প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, "৪-৫ বছর বয়স হবে তখন আমার, তখন আমারই এক আত্মীয় আমায় মলেস্ট করেন। আমি সেই ব্যক্তির নাম আর বলতে চাই না। কিন্তু উনি আমায় খুবই মারতেন। আগেকার দিনে ক্যালেন্ডারে থাকা টিনের পাত দিয়ে আমায় মারতেন তিনি। বিভিন্ন ভাবে আমায় মলেস্ট করেছেন। উনি আমার প্যান্ট পর্যন্ত খুলে দিতেন। আমার গোপনাঙ্গে মারতেন। আমি যখন বাড়িতে একা থাকতাম তখন তিনি এই অসভ্যতা করতে। আমার বাবা বাইরে থাকতেন, আর মা কাজে ব্যস্ত থাকতেন। সেই সুযোগেই তিনি শারীরিক নির্যাতন করতেন আমার। আমি আজও সবটা কাউকে বলতে পারিনি। অনেকে ভাবেন ছোট বাচ্চা মেয়েদের সঙ্গেই বুঝি শারীরিক নির্যাতন হয়। কিন্তু বাচ্চা ছেলেরাও এর শিকার হন। আর আমি নিজেই তার উদাহরণ।"

Latest Videos

Share this article
click me!

Latest Videos

‘ছিঃ মমতা! হিন্দু ধর্মকে নোংরা ধর্ম বলেন!’ মমতাকে চরম ধিক্কার শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari |
বিজেপির কালীঘাট চলো অভিযানে তুলকালাম, লকেটকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ