২১ এপ্রিল মুক্তি পাচ্ছে জিৎ-এর নতুন ছবি চেঙ্গিস, নববর্ষের দিনে কলকাতার একটি শপিং মলে ছবির প্রচার সারলেন সুপারস্টার জিৎ, সুস্মিতা চট্টোপাধ্যায় ও অনীক ধর ।
২১ এপ্রিল মুক্তি পাচ্ছে জিৎ-এর নতুন ছবি চেঙ্গিস, নববর্ষের দিনে কলকাতার একটি শপিং মলে ছবির প্রচার সারলেন সুপারস্টার জিৎ, সুস্মিতা চট্টোপাধ্যায় ও অনীক ধর। এদিন কালো ধুতি পাঞ্জাবি তে দেখা যায় জিৎ-কে । হলুদ শাড়িতে দেখা যায় অভিনেত্রী সুস্মিতাকে | মুখে বোতল নিয়ে নাচও করতে দেখা গেল জিৎ-কে | চেঙ্গিস ছবিটি পরিচালনা করেছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। তিনি আবার ছবির চিত্রনাট্য এবং সংলাপও লিখেছেন। চেঙ্গিসের কাহিনি-তেও রয়েছে রাজেশের অবদান। নীরজ পাণ্ডের সঙ্গে সঙ্গে চেঙ্গিসের কাহিনিতে কলম ছুঁয়েছেন রাজেশও।