শীত শুরুর হালকা রোদে পোষ্যর সঙ্গে খুনসুটি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের। পোষ্যকে আদর করতে করতে বানালেন ভিডিও।
শীত শুরুর হালকা রোদে পোষ্যর সঙ্গে খুনসুটি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের। পোষ্যকে আদর করতে করতে বানালেন ভিডিও । ক্যাপশনে লিখলেন এটাই তাঁর বেস্ট হোমস্টে, স্বস্তিকার সঙ্গে খুনসুটিতে মাতল পোষ্য ওরিও-ও। ঘাড়ে, গলায়, মাথায় উঠে স্বস্তিকাকে আদরে ভরাল সে।