জামাই ষষ্ঠীতে তিন জামাইয়ের কীর্তি! আবার বিবাহ অভিযান মুক্তি পেল ২৫ মে। তার একদিন আগে চুটিয়ে মস্তি করল গোটা টিম। যাদবপুরে ভুতের রাজা দিল বর-এ কব্জি ডুবিয়ে হল ভুরিভোজ। হাজির, অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য
জামাই ষষ্ঠীতে তিন জামাইয়ের কীর্তি! আবার বিবাহ অভিযান মুক্তি পেল ২৫ মে। তার একদিন আগে চুটিয়ে মস্তি করল গোটা টিম। যাদবপুরে ভুতের রাজা দিল বর-এ কব্জি ডুবিয়ে হল ভুরিভোজ। হাজির, অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, প্রিয়ঙ্কা সরকার, সৌরভ দাস। সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি। এই ছবির পরিচালক সৌমিক হালদার। এই ছবির চূড়ান্ত সাফল্য কামনা করছে ছবির কলাকুশলীরা। এসভিএফ প্রযোজিত 'আবার বিবাহ অভিযান'।