দর্শকদের সামনে নয়া চমক নিয়ে আসছে এই সিরিয়াল। সোম ও মঙ্গলবার অর্থাৎ ২৭ তারিখ ও ২৮ তারিখ পঞ্চমী ধারাবাহিকের দর্শকদের জন্য থাকছে টানটান উত্তেজনার মহাসপ্তাহ।
নাগ ও নাগিনীদের অলৌকিক গল্পকথা নিয়ে তৈরি পঞ্চমী ধারাবাহিক। টিআরপি তালিকায় বেশ ওপরের দিকেই জায়গা করে নিয়েছে নতুন শুরু হওয়া এই সিরিয়াল। কারণ এর আগে হিন্দি ধারাবাহিকের চ্যানেলগুলিতে সাপ নিয়ে সিরিয়াল হলেও, বাংলায় এই বিষয় বেশ নতুনই বলা চলে। ফলে সাধারণ দর্শক পছন্দ করছেন স্টার জলসার পঞ্চমী ধারাবাহিককে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছে অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা রাজদীপ গুহ। এছাড়াও খলনায়িকা হিসাবে রয়েছে উমা ধারাবাহিকে অভিনেত্রী শিঞ্জিনী।
এবার দর্শকদের সামনে নয়া চমক নিয়ে আসছে এই সিরিয়াল। সোম ও মঙ্গলবার অর্থাৎ ২৭ তারিখ ও ২৮ তারিখ পঞ্চমী ধারাবাহিকের দর্শকদের জন্য থাকছে টানটান উত্তেজনার মহাসপ্তাহ। এক সাক্ষাতকারে পঞ্চমী ওরফে অভিনেত্রী সুস্মিতা দে জানান, এই ধারাবাহিকের পরতে পরতে থাকবে চমক। ধারাবাহিকে খলনায়িকা চিত্রাকে দেখানো হবে কাল নাগিনী হিসেবে। সেই কাল নাগিনীকে কীভাবে আটকাবে পঞ্চমী, তা নিয়েই চলবে গল্পের গতি।