শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুর্গারহস্য অবলম্বনে তৈরি 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' । ছবির ট্রেলার মুক্তি উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান। সেখানে দেখা মেলে দেব, রুক্মিণী, অম্বরিশ, অনির্বাণ, সোহিনী সরকার, সৃজিত মুখোপাধ্যায়-সহ আরও অনেকের।
দীর্ঘ প্রতিক্ষার অবসান, প্রকাশ্যে এল 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'ছবির ট্রেলার । শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুর্গারহস্য অবলম্বনে তৈরি এই সিনেমা । এই উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান। সেখানে দেখা মেলে দেব, রুক্মিণী, অম্বরিশ, অনির্বাণ, সোহিনী সরকার, সৃজিত মুখোপাধ্যায়-সহ আরও অনেকের। দেবের ব্যোমকেশ ও দুর্গ রহস্য নিয়ে বহুদিন ধরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে । অজিতের চরিত্রে দেখা যাবে অম্বরিশ ভট্টাচার্যকে। পেক্ষাগৃহে ছবি মুক্তি পাবে ১১ অগস্ট ।