কলকাতায় আনুষ্ঠানিক ভাবে মুক্তি পেল হইচই--এর নতুন সিরিজ নষ্টনীড়ের ট্রেলার। মুখ্য চরিত্রে অপর্ণার ভূমিকায় সন্দীপ্তা সেন। দেখে নিন কি বলছে কলাকুশলীরা ।
আসছে নারীকেন্দ্রিক ওয়েব সিরিজ নষ্টনীড় । কলকাতায় আনুষ্ঠানিক ভাবে মুক্তি পেল এই ওয়েব সিরিজটির ট্রেলার । মুখ্য চরিত্রে অপর্ণার ভূমিকায় সন্দীপ্তা সেন। তাঁর স্বামী ঋষভের ভূমিকায় দেখা যাবে সৌম্য বন্দ্যোপাধ্যায়কে | এছাড়াও রয়েছে টলি পাড়ার একঝাঁক মুখ। রয়েছে অঙ্গনা রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রুকমা রায় প্রভৃতি । সিরিজের গল্প লিখছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। সিরিজটি পরিচালনা করছে পরিচালক অদিতি রায় । নষ্টনীড় ওয়েব সিরিজটি হইচই-এ মুক্তি পাবে ৯ই জুন ।