কদিন আগে আইসল্যান্ডে গিয়েছিলেন অঙ্কুশ। 'আমি সব সময় বিজ্ঞানী হতে চেয়েছিলাম' এই ক্যাপশনের জেরে ট্রোলিংয়ের শিকার হল এই টলিউড তারকা ।
ফের খবরে টলিনায়ক অঙ্কুশ। সদ্য সোশ্যাল মিডিয়া পোস্টের দরুন খবরে এলেন নায়ক। তিনি সব সময় বিজ্ঞানী হতে চেয়েছিলেন বলে ক্যাপশন লিখে একটি ভিডিও পোস্ট করেন । কদিন আগে আইসল্যান্ডে গিয়েছিলেন অঙ্কুশ। যাতে দেখা যাচ্ছে, লাইফ জ্যাকেট পরে রয়েছেন অঙ্কুশ। হঠাৎ-ই জল থেকে বরফ তুললেন অঙ্কুশ। তারপর ঐন্দ্রিলা তাঁকে বরফ চোর বলে মজা করল। কমেডি করতে গিয়ে ট্রোলিংয়ের শিকার হল অঙ্কুশ ।