বিয়ের ৩ দিনের মাথায় অষ্টমঙ্গলার নিয়ম পালন করলেন দর্শনা, ভাইরাল ভিডিও

Published : Dec 19, 2023, 07:38 PM IST
sourav das

সংক্ষিপ্ত

টলি পাড়ার এই দুই তারকা বিয়ে নিয়ে বহুদিন ধরে রয়েছেন খবরে। বিয়ের পর এবার অষ্টমঙ্গলা গেলেন তাঁরা।

ফের খবরে সৌরভ ও দর্শনা। টলি পাড়ার এই দুই তারকা বিয়ে নিয়ে বহুদিন ধরে রয়েছেন খবরে। বিয়ের পর এবার অষ্টমঙ্গলা গেলেন তাঁরা।

বিয়ের মাত্র ৩ দিনের মাথায় অষ্টমঙ্গলার নিয়ম পালন করলেন দর্শনা। আজ সকাল সকাল লাইভ করলেন দর্শনা। সৌরভের বাড়ি থেকে নিজের সল্টলেকের বাড়িতে যাওয়ার পথে লাইউ করলেন নায়িকা। জানালেন, সৌরভ দাসের আউটডোর শ্যুটিং আছে। সে কারণে আগেই সেরে নিলেন অষ্টমঙ্গলার নিয়ম কানুন। নিজেই লাইভ করে জানালেন সে কথা। সকাল সকাল লাল রঙের শাড়িতে দেখা গেল দর্শনাকে। জানালেন ঘুম থেকে উঠে শুধু কফি খেয়ে শাড়ি পরে বেরিয়ে পড়েছেন। লাইফ দেখে স্পষ্ট মেকআপ নেই তাঁর মুখে। একেবারে বিনা মেকআপে দেখা গেল নায়িকাকে।

শুক্রবার ১৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন দর্শনা বনিক ও সৌরভ দাস। তাঁদের মালা বদল থেকে সিঁদুর দানের ছবি হয়েছিল ভাইরাল। বিয়ের দিন লালা বেনারসিতে সেজেছিলেন দর্শনা। মাথায় লাল জরদৌসি ওরনা, ম্যাচিং ব্লাউজ। ছিল গা ভর্তি গয়না। মাথায় ছিল শোলার মুকুট। তেমনই সৌরভ দাসকে দেখা যায় সাদা পঞ্জাবি আর লাল শাল নিয়ে। সঙ্গে গলায় সোনার চেন ও হাতে ব্রেসলেট। সাবেজি সাজে দেখা যায় দুজনকে।

এদিন মন্ডপে বেজে ওঠে মেহেন্দি লগাতে রাখনা গান। তেমনই সাত পাক ঘোরের দুজন। এদিন পিঁড়িতে নয় বরং, হেঁটে মঞ্চে আসেন দর্শনা। তারপর হয় শুভ দৃষ্টি। মালা বদলের পর নেচে নেন দুজনেই। এরপর একে অপরকে জড়িয়ে ধরে চুম্বন করেন। নবদম্পতির প্রেম নজর কাড়ে সকলের। এদিন সকলের সামনে নির্দ্বিধায় দর্শনাকে কাছে টেনে নেন সৌরভ। মহা সাড়ম্বরে পালিত হয় বিয়ের অনুষ্ঠান। অবশেষে শুক্রবার পরিণতি পেল দীর্ঘদিনের প্রেম।

 

আরও পড়ুন

Chhavi Mittal: চুলে দাউ দাউ করে জ্বলছে আগুন, ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী ছবি মিত্তাল, ভাইরাল হল ভিডিও

রাজ চক্রবর্তীর ছবিতে দেখা দেবেন মিঠুন, বড় খবর বাংলার দর্শকদের জন্য

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?