‘সেই পাখি আর এই পাখির মধ্যে অনেক তফাৎ’, উষ্ণ ছবিতে পুরনো মধুমিতা-কে মিস করছেন ভক্তরা

অভিনেত্রীর উষ্ণ শরীরী ভঙ্গিমা দেখে ‘বোঝেনা সে বোঝেনা’ টেলিভিশন ধারাবাহিকের ‘পাখি ঘোষ’ চরিত্রের সারল্যকে মিস করছেন তাঁর ভক্তরা।

 

Sahely Sen | Published : Sep 3, 2023 6:58 AM IST
17

টেলি সিরিয়াল ছেড়ে এখন সিনেমার জগতে বিরাজ করছেন অভিনেত্রী মধুমিতা সরকার।

27

তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট জুড়ে উষ্ণ শরীরী হিল্লোল।

37

তবু, ‘বোঝেনা সে বোঝেনা’ টেলিভিশন ধারাবাহিকে মধুমিতার চরিত্র ‘পাখি ঘোষ’-এর সারল্যকে মিস করছেন তাঁর ভক্তরা।

47

ইন্সটাগ্রামে ঝকঝকে পোশাকে মাদকতা ছড়িয়ে অভিনেত্রী লিখেছেন, “আমি একটা চমকদার জগতে বাস করি, যেখানে প্রত্যেকটা দৃশ্য একেকটা সিকোয়েন্সের চেয়ে কম কিছু নয়।”

57

অপর একটি ছবিতে ফলোয়ারদের উদ্দেশ্যে তিনি জিজ্ঞেস করেছেন, ‘আপনি আবহটা পাচ্ছেন?’

67

তাঁর ফলোয়াররা অধিকাংশই ভালোবাসা জানিয়েছেন, কেউ কেউ আবার তাঁর পুরনো রূপকে ফিরে পেতে চাইছেন।

77
Share this Photo Gallery
click me!

Latest Videos