উন্মুক্ত দেহে ঢেউ তুলে সমুদ্র-সৈকতে জোয়ার এনে দিচ্ছেন ঋতাভরী চক্রবর্তী, কখনও আবার বাদামি আবহে ঘোর লাগাচ্ছেন তপ্ত হৃদয়ে

Published : Mar 01, 2023, 10:05 PM IST

চেনা অভিনেত্রীকে অচেনা মেজাজে দেখে তাক লেগে যাচ্ছে নেটিজেনদের চোখে। 

PREV
110

দিন দুয়েক আগেই থাইল্যান্ডের সমুদ্রতীরে যিনি ঢেউ তুলে দিচ্ছিলেন প্রেমিক-পুরুষদের চোখে,

210

তিনিই হঠাৎ ধরা পড়লেন বাদামি মেজাজে।

310

কথা হচ্ছে টলিউডের ‘জলপরী’ ঋতাভরীকে নিয়ে।

410

অতি সম্প্রতিই তিনি শুটিং করতে গিয়েছিলেন থাইল্যান্ডের ফুকেটে।

510

তারপর রুপোলি এবং বাদামির সংমিশ্রণে নজরকাড়া হয়ে উঠলেন টলি-তন্বী।

610

তবে, শুধু টলিউড কেন, বলিউডেও তাঁর আসা-যাওয়া রয়েছে বিস্তর।

710

আঁতুড়ঘর সিরিয়াল-জগত ছেড়ে তিনি পাড়ি দিয়েছেন মুম্বইয়ের সিনেমা-ডেরায়।

810

তবু, বাঙালির হৃদয়ে তিনি বরাবরই অপ্সরা।

910

চেনা অভিনেত্রীকে অচেনা মেজাজে দেখে তাক লেগে যাচ্ছে নেটিজেনদের চোখে।

1010

পোস্টে যখন আগুন ঝরাচ্ছেন বসন্তের সুন্দরী, কমেন্ট বক্সে তখন ছুটেছে বিস্মিত ভক্তকূলের কালঘাম।

click me!

Recommended Stories