শাড়ি কতরকমভাবে পরা যায় এবং তাতে কীভাবে ফ্যাশন ও গ্ল্যামারের ছোঁয়া যুক্ত করা যায়, সেটা দেখিয়ে দিলেন ঋতুপর্ণা। তাঁর অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে অভিভূত।
শাড়ি হোক বা ওয়েস্টার্ন, সব পোশাকেই সমান স্বচ্ছন্দ টলিউড ক্যুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর শাড়িতেও চমক। বাঙালি মেয়েদের এই পোশাক কতরকমভাবে পরা যায় এবং তাতে কীভাবে ফ্যাশন ও গ্ল্যামারের ছোঁয়া যুক্ত করা যায়, সেটা দেখিয়ে দিলেন ঋতুপর্ণা। তাঁর অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে অভিভূত।