টলিউড জগতে নব্বইয়ের দশক থেকে ২০২৩, যুগ-যুগান্তর পেরিয়েও দাপটের সঙ্গে বিরাজ করছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
বয়স কোনও ভার নয়, তেমনই প্রমাণ করে দেন সুন্দরী মহিলারা। টলিউড জগতে নব্বইয়ের দশক থেকে ২০২৩, যুগ-যুগান্তর পেরিয়েও দাপটের সঙ্গে বিরাজ করছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি তিনি ধরা দিলেন স্লিভলেস ঘাগরা চোলিতে। রূপের বন্যার ঢেউ খেলে গেল নেটিজেনদের চোখে।