‘এখনও CBI কাউকে খুঁজে পাচ্ছে না... মেয়েদের বাঁচার উপায় নেই’- আরজি কর নিয়ে মন্তব্য টলি তারকা স্বস্তিকার

লিখেছেন, এরকম একটা মর্মান্তিক ঘটনাও যদি তলিয়ে যায় তাহলে আর আমাদের মেয়েদের বাঁচার উপায় নেই।

 

Sayanita Chakraborty | Published : Aug 23, 2024 12:40 PM IST / Updated: Aug 23 2024, 06:12 PM IST

সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ। এই প্রতিবাদের আগুন ছড়িয়েছে বিদেশের মাটিতেও। আরজি কর হাসপাতালে কর্মরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় করেছে সর্বত্র। সুবিচারের আশায় প্রতিদিনই রাস্তায় নামছেন বহু সাধারণ মানুষ। এই প্রতিবাদ থেকে পিছিয়ে নেই তারকারা।

১৪ অগস্টের রাত থেকে দফায় দফায় মিছিল করেছেন তারকারা। টলিউডের বহু সদস্যকে দেখা গিয়েছে রাস্তায়। বহুজন হেঁটেছেন মোমবাতি নিয়ে। তেমনই সকলের গলায় শোনা গিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। এবার সেই প্রতিবাদের রেশ মিলল সেলেবদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে।

Latest Videos

সদ্য আরজি কর নিয়ে করা এক বিশেষ পোস্ট ভাইরাল হয়েছে। পোস্টটি করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। টলিউডের প্রথম সারির নায়িকা তিনি। সদ্য সুবিচারের আশায় এক বিশেষ বার্তা দিয়েছেন। সঙ্গে প্রশ্ন তুলেছেন সিবিআই-র ভূমিকা নিয়ে। নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,

কেউ ধরা পরবে?

কেউ arrest হবে?

কেউ শাস্তি পাবে?

এখনও CBI কাউকে খুঁজে পাচ্ছে না?

দু সপ্তাহ হতে চলল তো।

এরকম একটা মর্মান্তিক ঘটনাও যদি তলিয়ে যায় তাহলে আর আমাদের মেয়েদের বাঁচার উপায় নেই।

আহারে। ওর বাবা মা কি নিয়ে বাঁচবে এটা ভাবলেই আর ঘুম আসে না।

নিজের মেয়েটার মুখের দিকে চেয়ে থাকি আর সকাল হয়ে যায়।

এভাবে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিলেন স্বস্তিকা। যে কোনও অন্যায় নিয়ে এর আগেও প্রতিবাদ করেছেন তিনি। তবে, এবার এই প্রতিবাদের রঙ আরও গাঢ়। সে যাই হোক, সকলের মতো আমরাও সুবিচারের আশায়। 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

Share this article
click me!

Latest Videos

ভয়ঙ্কর অবস্থা! নদী বাঁধে বিশাল ধস, মাথায় হাত! গোসাবায় চরম আতঙ্ক ঘরে ঘরে | Gosaba News Today
দুঘণ্টা জিজ্ঞাসাবাদ! RG Kar কাণ্ডে কার কার নাম বললেন মীনাক্ষী CBI-কে! দেখুন | Minakshi Mukherjee |
'লক্ষ্মীর ভাণ্ডার! দিদি চোর...' হাতে বাঁশ নিয়ে TMC নেতাদের অপেক্ষায় গ্রামবাসীরা! | Panskura Flood |
Daily Horoscope Live: ২০ সেপ্টেম্বর শুক্রবার ব্যবসার ক্ষেত্রে ভাল যোগাযোগ হতে পারে, দেখুন জ্যোতিষ কথ
আরও এক সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি! গৃহবধূ ছুটলেন থানায়, তারপর যা হল | Jalpaiguri News Today