আর্টিস্ট ফোরামের রজত জয়েন্তীর অনুষ্ঠানে চাঁদের হাট, দেখে নিন উপস্থিত ছিলেন কোন কোন তারকা

Published : Aug 13, 2023, 10:57 AM IST
Tollywood

সংক্ষিপ্ত

শনিবারের সন্ধ্যায় আর্টিস্ট ফোরামের রজত জয়ন্তি উপলক্ষ্যে সেজে উঠেছিল টালিগঞ্জ। তবে শত আনন্দের মাঝেও প্রয়াত অভিনেতাদের স্মৃতিতে চোখ ভারী হয়ে এল অনেকেরই।

শনিবার ২৫ বছরে পড়ল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম। সেই উপলক্ষ্যে গত ১২ অগাস্ট আয়োজিত হয়েছিল বিশাল অনুষ্ঠান। শিল্পীদের সংস্থার রজত জয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টালিগঞ্জের একাধিক তারকা। এক কথায় শনিবারের সন্ধ্যেতে চাঁদের হাট বসেছিল টলিপাড়ায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, দীপঙ্কর দে, রূপা গঙ্গোপাধ্যায়, জর্জ বেকার, দুলাল লাহিড়ী, শান্তিলাল মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, শংকর চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা-সহ আরও অনেকে। দিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল অভিনেত্রী অপর্ণা সেনকেও। তবে শারীরিক অসুস্থতার কারণেই আসতে পারেননি তিনি।

শনিবারের সন্ধ্যায় আর্টিস্ট ফোরামের রজত জয়ন্তি উপলক্ষ্যে সেজে উঠেছিল টালিগঞ্জ। তবে শত আনন্দের মাঝেও প্রয়াত অভিনেতাদের স্মৃতিতে চোখ ভারী হয়ে এল অনেকেরই। আবেগতাড়িত হয়ে পড়েছিলেন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, দীপঙ্কর দে'রা। সৌমিত্র চট্টোপাধ্যায়, জগন্নাথ গুহ, তাপস পাল, অভিষেক চট্টোপাধ্যায়ের মতো প্রয়াত তারকাদের কথা মনে করে চোখে জল এসেছে অভিনেতাদের। এদিন রঞ্জিত মল্লিক বললেন,'সকলের সঙ্গে অনেকদিন দেখা হয় না। আজ দেখা হয়ে ভালো লাগছে।' এদিন আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী রূপা গাঙ্গুলিও। তাঁর কথায়,'আর্টিস্টদের জন্য ২৫ বছর ধরে কাজ করছে আমাদের ফোরাম। তবে আমাদের ঘরটা বড় ছোট। আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আর্জি জানাচ্ছি, আমাদের একটা বড় ঘর দেওয়া হোক। আর্টিস্ট ফোরামের একটা ঘরের বড় দরকার।' অন্যদিকে অভিনেতা চিরঞ্জিত চট্টোপাধ্যায় জানিয়েছেন,'লোকে বলে অভিনেতাদের মধ্যে কোনও মিলমিশ নেই। আমরা নাকি যে যাঁর মতো জীবন কাটাই। শুধু একের পর এক চরিত্রে অভিনয় করে যাই। তবে আর্টিস্ট ফোরাম কিন্তু দেখিয়ে দিয়েছে একজোট হয়ে কাজ করা কাকে বলে।'

তবে এই অনুষ্ঠানে দাপুটে অভিনেত্রী তথা পরিচালক অপর্না সেনকে দেখা যায়নি। তবে অনুষ্ঠানে না এলেও শংকর চক্রবর্তী মারফত বার্তা পাঠিয়েছিলেন তিনি। শংকর চক্রবর্তী জানিয়েছেন, অপর্ণা সেন নিজের বার্তায় বলেছেন শারীরিক অসুস্থতার জন্য আর্টিস্ট ফোরামের রজত জয়ন্তীতে আসতে পারেননি তিনি। অভিনেত্রীর কথায়,'এখনও আমার অবস্থা কোথাও যাওয়ার মতো নয়। ব্লাড প্রেসার ফল করেছে। বিছানা ছেড়ে উঠলেই মাথা ঘুরে যাচ্ছে।' আমন্ত্রণ জানানো সত্ত্বেও উপস্থিত না হতে পেরে দুঃখপ্রকাশ করেছেন তিনি। আপাতত আরও তিন-চার দিন চিকিৎসক তাঁকে বেডরেস্টে থাকার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন -

অসুস্থ অভিনেত্রী অপর্ণা সেন, আর্টিস্ট ফোরামের অনুষ্ঠানে অনুপস্থিত বর্ষীয়ান অভিনেত্রী

চার বছর পর আবার বাংলা ছবিতে কোয়েল মল্লিক, মুক্তি পাচ্ছে অরিন্দম শীলের ‘জঙ্গলে মিতিন মাসি’

সোহমের সঙ্গে দেখা করতে শোলাঙ্কি গেলেন মুম্বইয়ে, শুধুই বন্ধুত্ব নাকি গোপনে চলছে প্রেম?

PREV
click me!

Recommended Stories

Hiran Chatterjee: ফের সাত পাকে বাঁধা পড়লেন বিধায়ক-অভিনেতা হিরণ! কার সঙ্গে হল মালাবদল?
বিয়ের পরে মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন মধুমিতা সরকার! বিয়ের প্রস্তুতি কতটা এগিয়েছে?