বিশ্ব হাতি দিবস-এর দিন বিশেষভাবে নজর কাড়ল পরিচালক অরিন্দম শীলের আসন্ন ছবির পোস্টার। ‘জঙ্গলে মিতিন মাসি’-তে কোয়েল মল্লিককে আবার ফিরে পেয়ে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা।
২০২৩-এ দুর্গাপুজো জমে যাবে সিনেমা ভক্তদের জন্যেও। কারণ, টলিউডে ফের বড়পর্দায় ফিরতে চলেছেন লেখিকা সুচিত্রা ভট্টাচার্য সৃষ্ট গোয়েন্দা চরিত্র ‘মিতিন মাসি’। পরিচালক অরিন্দম শীলের হাত ধরে সিনেমার আঙ্গিকে এবার জঙ্গলে অভিযান চালাবেন এই মহিলা গোয়েন্দা। ১২ অগাস্ট, শনিবার প্রকাশ পেল 'জঙ্গলে মিতিন মাসি' ছবির পোস্টার। আগেরবারের মতো এবারের মিতিন মাসি-র চরিত্রেও সদর্পে দেখা দেবেন বাংলা ছবির ‘বোল্ড এন্ড বিউটিফুল’ কোয়েল মল্লিক।
‘জঙ্গলে মিতিন মাসি’ ছবির পোস্টারে গোয়েন্দা চরিত্র হিসেবে হাতে টর্চ নিয়ে কোয়েলের ফার্স্ট লুক অত্যন্ত আকর্ষণ করেছে তাঁর অনুরাগীদের। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সামাজিক মাধ্যমে 'জঙ্গলে মিতিন মাসি'-র পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বুদ্ধির পাশাপাশি সাহসেরও ধার। সে নির্ভীক, সে বুদ্ধিমতী, সে স্বয়ংসিদ্ধা, মিতিন মাসী নাম তার! এই পুজোয় যেমন দুর্গা, এই পুজোয় তেমনই মিতিনমাসী।’
১২ অগাস্ট বিশ্ব জুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব হাতি দিবস’। তাই এদিন ছবির পোস্টার লঞ্চের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল কলকাতার আলিপুর চিড়িয়াখানাকে। ‘জঙ্গলে মিতিন মাসি’ ছবির পোস্টার লঞ্চে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, অরিন্দম শীল-সহ ছবির অন্যান্য কলাকুশলীরা।
যদিও, ২ মাস আগেই নিজের সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ পাওয়ার খবর জানিয়ে দিয়েছিলেন ছবির প্রধান চরিত্রে অভিনয় করা কোয়েল মল্লিক। ছবির নামও প্রকাশ করে দিয়েছিলেন তিনি। সেই ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রী কোয়েল সহ, পরিচালক অরিন্দম শীল, অভিনেতা অসীম রায়চৌধুরী, শুভ্রজিৎ দত্ত, অভিনেত্রী কমলিকা বন্দ্যোপাধ্যায় ও লেখা চট্টোপাধ্যায়কে।
আরও পড়ুন-
Long Covid: ভয়ঙ্কর রূপ নিতে পারে লং কোভিড, ত্বকের ওপরে ফুলে উঠছে শিরা
Sridevi Birthday: মা হারানোর বিষণ্ণতায় একত্রিত দুই বোন, শ্রীদেবী-র জন্মদিনে জাহ্নবী আর খুশি কাপুরের আবেগঘন পোস্ট
Dadagiri Season 10: আবার ফিরছে ‘দাদাগিরি’, দশম সিজ়নে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নয়া ঝলক
Sex Toy: চরম যৌন সুখের আনন্দ পেতে ‘সেক্স টয়’-এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, জেনে নিন এর গুণাবলী