প্রথম দু-দিনে ভালো ব্যবসা করেছে পরিচালক বিরসা দাশগুপ্তের 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' । দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন দেব ।
শুক্রবার মুক্তি পেয়েছে দেবের 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' । শুরুটা দুর্দান্ত করেছে দেবের এই ব্যোমকেশ । প্রথম দু-দিনে ভালো ব্যবসা করেছে পরিচালক বিরসা দাশগুপ্তের এই ছবি । রবিবার কলকাতার একাধিক হলের সামনে ঝুলছে হাউসফুল বোর্ড । সারাদিন কলকাতার বিভিন্ন সিনেমা হল পরিদর্শন করে অনুরাগীদের সঙ্গে কথা বলেন দেব । ব্যোমকেশের সাফল্যে আপ্লূত দেব । দর্শকদের ধন্যবাদ জানালেন এই ব্যোমকেশ ।