ফের একসঙ্গে জুন আন্টি-অনিন্দ্য দা! ভোটের প্রচারের মাঝে ঊষসীর পোস্টে নয়া চমক

ফের পর্দায় ফিরছেন জুন আন্টি - অনিন্দ্য দা। কবে থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিক?

ফের পর্দায় ফিরছেন জুন আন্টি - অনিন্দ্য দা। শ্রীময়ী ধারাবাহিকের হাত ধরে ব্যপক জনপ্রিয়তা পায় এই জুটি। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল এই ধারাবাহিক। এবার ফের পর্দায় ফিরছে এই জনপ্রিয় জুটি। দর্শকদের এই খবর নিজেই দিলেন জুন আন্টি ওরফে ঊষসী চক্রবর্তী। কবে থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিকের শুটিং? জানা গিয়েছে ৩ এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে এই ধারাবাহিকের শুটিং।

নতুন ধারাবাহিকের কথা দর্শকদের জানান দিতে ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন ঊষসী। ছবিতে সাইকেলের উপরে দাঁড়িয়ে রয়েছেন নীল জামা পরে দাঁড়িয়ে রয়েছেন সুদীপ মুখোপাধ্যায় ও সামনে লাল টি শার্ট ও প্যান্ট পরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ঊষসীকে। ছবিটি শেয়ার করে ক্যপশনে লিখেছেন, " সগৌরবে আসিতেছে"। ব্যাস এই ছবি দেখা মাত্রই হইচই পড়ে গিয়েছে নেট মাধ্যমে। জুন আন্টি ও অনিন্দ্য দা-র কামব্যাকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা।

Latest Videos

সামনেই লোকসভা ভোট। তার জন্য বামেদের হয়ে প্রচারে ব্যস্ত অভিনেত্রী। না তিনি প্রার্থী নন। কিন্তু প্রয়াত বর্ষীয়ান বাম নেতা শ্যামল চক্রবর্তীর মেয়ে। বাবার মতো ঊষসীও সিপিআইএম সমর্থক তাই নিজে প্রার্থী না হলে যাদবপুর লোকসভার প্রার্থী সৃজন ভট্টাচার্যের জন্য নিয়মিত প্রচারে বের হচ্ছেন অভিনেত্রী।

একদিকে ভোটের প্রচার অন্যদিকে নতুন ধারাবাহিক। তাই সব মিলিয়ে ভীষণ ব্যস্ত উষসী। নতুন ধারাবাহিক প্রসঙ্গে এদিন একটি সংবাদ মাধ্যমকে ঊষসী জানান, " লীনাদি-শৈবালদা ম্যাজিক মোমেন্টের সঙ্গে আগেও অনেক কাজ করেছি। লীনাদি-ই তো আমাদের চরিত্রগুলি তৈরি করেছেন। আমি লীনাদিকে ভীষণ ভরসা করি। উনি আমাকে চেনেন, যে চরিত্র আমার মাধ্যমে ফুটে উঠতে পারে, সেই ধরনের চরিত্রই উনি আমাকে দেন। তাই ফিঙ্গার ক্রস করে বসে আছি।"

Share this article
click me!

Latest Videos

Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
জঙ্গি গ্রেফতারের ২ দিন পরও আতঙ্কে ক্যানিংবাসী, দেখুন কী বলছেন স্থানীয়রা | Canning News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News